Header AD

SIR হয়রানি নিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিল বাংলা একতা মঞ্চ

ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া নতুন কিছু নয়, তা চলছে বেশ কিছুদিন ধরে। কিন্তু নির্বাচন কমিশন এসআইআরকে যে পথে চালনা করছে তাতে সাধারণ মানুষের জীবনে বিরাট প্রভাব পড়ছে । অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এসআইআর প্রক্রিয়ায় একেবারে সাধারণ মানুষ থেকে হয়রানির শিকার সমাজের বিশেষ বিশেষ ব্যক্তিও। অথচ এই প্রক্রিয়ায় যে অবৈধ নাগরিকরা সবাই ভোটার তালিকা থেকে বাদ পড়বেন এবং বৈধ নাগরিকরা সবাই জায়গা পাবেন, তার কোনও নিশ্চয়তা দিতে পারছে না কমিশন। এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা দাবি করে সিইও দফতরে মঙ্গলবার স্মারকলিপি জমা দিলেন বাংলা একতা মঞ্চের সদস্যরা।

এসআইআর প্রক্রিয়া নিয়ে এর আগে একাধিক রাজনৈতিক দল বা সংগঠনকে কমিশনে অভিযোগ জানাতে দেখা গিয়েছে। এবার একতা মঞ্চের পক্ষ থেকে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত , ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়, প্রকাশক মারুফ হোসেন, সমাজকর্মী তন্ময় ঘোষ-সহ মঞ্চের সদস্যরা সিইও দফতরে স্মারকলিপি জমা দেন। তাঁদের দাবি চলতি এসআইআর প্রক্রিয়া নানাভাবে নাগরিকদের হয়রান করছে। এই সময় সমাজের বিশিষ্ট ব্যক্তি হিসেবে তা নিয়ে নিজেদের প্রতিবাদ লিপিবদ্ধ রাখাও তাঁদের দায়িত্ব।

 পরমব্রত বলেন, “SIR একটি বড় কাজ। সবাই একরকম ভাবে সব কিছু বুঝতে পারে না। মানুষের মধ্যে খুব বড় কনফিউশন তৈরি হচ্ছে, প্যানিক তৈরি হচ্ছে। অনেকে মনে করছেন তবে কি ভোটাধিকার থেকে বঞ্চিত হলাম ? এটা থেকে আতঙ্ক হচ্ছে নাগরিকত্ব নিয়ে। সমাজের কিছু বিশিষ্ট মানুষকে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। তাঁদের কাছে এটা অসম্মানের। তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার আবেদন জানালাম। SIR এর জন্য সময়টা খুব অল্প, এটা বার বার মনে হচ্ছে।“

ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, “সংবিধান মানুষের জন্য এবং মানুষ সংবিধানের জন্য। SIR একটি বড় বিষয়। যেটা দীর্ঘ সময়ের কাজ সেটা করা হচ্ছে খুবই  অল্প সময়ের মধ্যে। যে কারণে  আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে। নিজের প্রতি হীনন্মন্যতা তৈরি হচ্ছে। দেশমাতৃকার বই সংবিধান । তথ্য গুলো যদি একটু ঠিক ভাবে পৌঁছয় সেই আবেদন জানালাম।“  অন্যদিকে তন্ময় বলেন, “অনুপ্রবেশ রোখার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। বর্ডার সামলানোর দায়িত্ব কেন্দ্রের। তারজন্য রাজ্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে চলবে না।“