মঙ্গলবার , ১৮ নভেম্বর অসমের ভূমিপুত্র জুবিন গর্গের জন্মদিন। তবে ইহজগতে তিনি এই দিনটা আর পালন করতে পারবেন না। মাত্র দু’মাস আগেই তিনি ইহজগৎ ত্যাগ করেছেন। শিল্পীর মৃত্যুর পর প্রথম জন্মদিন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই দিনটিতে জুবিন গর্গকে (Zubeen Garg) শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন । মঙ্গলবার মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জুবিনের সীমাহীন সুরেলা সফরের কথা স্মরণ করলেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিবেলে গিয়ে স্কুভা ডাইভিং করার সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের। তাঁর মৃত্যুকে ঘিরে যে রহস্যের সৃষ্টি হয় তা এখনও কাটেনি। সেটি নিছকী দুর্ঘটনা নাকি কোনও ষড়যন্ত্র, তা নিয়ে এখনও চলছে কাটাছেঁড়া। এইসব কিছুর মাঝেও জুবিনকে হারানো এ দেশের সঙ্গীত জগতের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। জুবিনের মৃত্যুর খবর পাওয়া মাত্রই তাঁকে ‘ভাই’ সম্বোধন করে শোক প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি ভোলেননি জুবিনের জন্মদিনও।
জুবিনের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডলে এক সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, ‘বিখ্যাত বহুমুখী সঙ্গীত প্রতিভা জুবিন গর্গকে তাঁর জন্মদিনে স্মরণ করছি। তাঁর সুর সমস্ত সীমা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত।’ আসলে জুবিনের মতো শিল্পীদের কোনওদিন মৃত্যু হয় না। তাঁরা তাঁদের সৃষ্টির মাধ্যমে অসংখ্য অনুরাগীর হৃদয় জুড়ে চিরকাল অমর হয়ে থাকেন।






