‘দাগি’ শিক্ষকদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে এসএসসি। এবার দ্বিতীয় দফার তালিকায় ২০০ নম্বরে নাম উঠে এল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এক বিজেপি নেতা পুত্রের। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা । ২০১৯ সালের পয়লা ফেব্রুয়ারি ভাঙড় ১ নম্বর ব্লকের নারায়ণপুর হাইস্কুলের বাংলা বিভাগের সহ শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছিলেন অতনু মণ্ডল। তিনি বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি অবনী মণ্ডলের ছেলে। বিজেপী নেতাপুত্র চাকরী পেয়েছেন টাকার বদলে! এই নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোড়। অতনু মণ্ডলের বাবা অর্থাৎ বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি মানতে নারাজ, দাগিদের তালিকায় রয়েছে তাঁর ছেলের নামও । তিনি জানান, “আমার ছেলে বরাবরই পড়াশুনায় ভালো। যথেষ্ট প্রতিভাবান। কতটা ভালো পড়াশুনো করান এবং স্কুলের শিক্ষক হিসেবে কেমন, তা ছাত্রছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই জানেন।”
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল চাকরিহারাদের বেতন দেওয়ার তবে এই নির্দেশ দানের পর স্কুলে যাওয়া বন্ধ করে দেন অতনু। এবার দাগিদের তালিকায় উঠে এলো তাঁর নাম। স্বভাবতই নেতার ছেলের নাম দাগির তালিকায় থাকায় অস্বস্তিতে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব।





