Header AD

‘এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র’র কাস্টিংয়ে বড় চমক! প্রথমবার সৃজিতের ছবিতে নায়িকা মিমি

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লিখেছিলেন ‘পথের দাবী’ উপন্যাসটি। এই উপন্যাস সৃষ্টি ও তৎকালীন সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট অবলম্বনে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) যে নতুন ছবি তৈরি করতে চলেছেন, চলতি বছরের আগস্ট মাসেই সেখবর প্রকাশ পেয়েছিল । এবার সংশ্লিষ্ট ছবির কাস্টিং প্রকাশ্যে এল। সেখানে থাকছে বড় চমক । ছবিতে নায়িকা হিসাবে দেখা যাবে মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)। প্রথমবার সৃজিতের ছবিতে অভিনয় করবেন মিমি। পাশাপাশি ছবির কাস্টিংয়ে রয়েছেন টলিপাড়ার হেভিওয়েট দুই তারকা টোটা রায়চৌধুরি (Tota RoyChowdhury) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।

পথের দাবি উপন্যাসটি এবছর শতবর্ষে পা দিচ্ছে। সেই সময় এই উপন্যাস কীভাবে ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল, সেই সময়কালই ফুটে উঠবে সৃজিতের‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ছবিতে। ।সৃজিতের এই ছবিতে আবির চট্টোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরির অভিনয়ের কথা আগেই শোনা গিয়েছিল। পরবর্তীতে শোনা যায়, সোহিনী সরকার, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক, দিব্যাণী মণ্ডলরাও থাকবেন। তবে এবার কাস্টিংয়ের তালিকায় বদলের খবর মিলেছে। সৃজিতের ছবিতে সোহিনীর পরিবর্তে প্রথম অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে।

প্রযোজনা সংস্থা নন্দী মুভিজ-এর তরফে জানানো হয়েছে, পর পর সব ছবিতেই সোহিনী হয়ে যাচ্ছিল, তাই কাস্টিং এ বদল আনা হয়েছে । রুদ্রনীলের জায়গায় আসছেন বুদ্ধদেব দাস। তবে সোহিনী, রুদ্রনীল বাদ পড়লেও আগের ঘোষণামাফিক কাঞ্চন মল্লিক এবং দিব্যাণী মণ্ডল থাকছেন ছবিতে। শুক্রবার মুক্তি পেল ছবির নতুন পোস্টারও। ছবি প্রসঙ্গে পরিচালক সৃজিতের বক্তব্য, আমার কাছে ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ একটি ক্ল্যাসিক কাহিনি। ছবিতে তৎকালীন অস্থির সময়ের চিত্র তুলে ধরা হবে। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীদের স্বাধীনতা সংগ্রাম ছবিতে জায়গা করে নেবে।’ নতুন বছরের জানুয়ারি মাসে শুটিং শুরু করবেন সৃজিত।