বাংলায় বসে কোটি কোটি টাকার জালিয়াতি অভিযোগে পুলিশের জালে একসময়ের বিহারের বিজেপি-সঙ্গী নেতা। সম্প্রতি সল্টলেক পূর্ব থানায় দায়ের হওয়া দু’টি ভিন্ন প্রতারণা মামলার অভিযোগে প্রেক্ষিতে তদন্ত শুরু করে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা পুলিশ। এবার তাঁদের হাতে গ্রেপ্তার হল একসময়ের বিহারের এনডিএ জোটের প্রার্থী রাজীবরঞ্জন কুমার।
গত ৭ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে অভিযোগ রাজীবরঞ্জনের বিরুদ্ধে তদন্তে নামে পুলিশ। সল্টলেকের বাসিন্দা তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ের কাছ থেকে সাড়ে চার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই সেই মামলার ভিত্তিতে অভিযুক্ত হিসাবে চিহ্নিত হয়েছেন রাজীব। তদন্তে নেমে পুলিশ জেনেছে, সল্টলেকে সিডি ব্লকের এক কোটি টাকা মূল্যের একটি বাড়ির দলিল ও নথি জাল করে অন্যত্র বেচে দেওয়ারও অভিযোগ আছে রাজীবের বিরুদ্ধে। গত ১৪ সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলাটি দায়ের করেছেন এজে ব্লকের এক বাসিন্দা।
সুত্রের খবর, ২০২০ সালে রাজীবরঞ্জন বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জোটসঙ্গী ‘ভারতীয় সবলোগ পার্টি’র প্রার্থী হিসাবে সাসারাম আসনে হেরেছিলেন। সল্টলেকের এসি ব্লকের একটি বাড়িতে কয়েকমাস ধরে তিনি থাকতেন। সেখানেই লোক ঠকানোর কারবার ফেঁদে বসেন অভিযুক্ত। লোক ঠকিয়ে লুঠ করতেন কোটি কোটি টাকা।
রাজীবের বিরুদ্ধে দায়ের হওয়া দু’টি মামলার তদন্তে করতে গিয়ে গোয়েন্দারা রীতিমত অবাক। পুলিশ সূত্রে জানা যায়, এই দুই ঘটনা ঘটার পর বিহারে চম্পট দেন রাজীবরঞ্জন। বিহারে অভিযান চালিয়ে বুধবার তাঁকে পাকড়াও করেছে বিধাননগর পুলিশ।





