দক্ষিণ ২৪ পরগনার কামালগাজী উড়ালপুলে বেপরোয়া গতির বাইক চালানোর জেরে দুর্ঘটনা ঘটল। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে এক বাইক আরোহী উড়ালপুল থেকে নীচে পড়ে গেলেন। জখম হয়েছেন অন্যজনও। দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে খবর, কামালগাজি উড়ালপুল ধরে কলকাতা যাচ্ছিলেন বারুইপুরের বাসিন্দা অরুণ নস্কর। আর বাইকের গতি বেশি থাকায় উড়ালপুল থেকে নামার সময় তিনি নিয়ন্ত্রণ হারান বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। বিপরীত দিক থেকে বাইক চালিয়ে আসছিলেন অপূর্ব মন্ডল নামে এক যুবক। তার বাড়ি ক্ষুদিরাম মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায়। অরুণ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন। সেখান থেকে নীচে পড়ে যান। অপূর্বর বাইকের সঙ্গে তাঁর ধাক্কা লাগে।
অপূর্বকে উড়ালপুল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। অরুণকে একটি দোকানের চালা থেকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনাগ্রস্থ বাইক দুটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের মতে বেপরোয়া বাইক চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।





