Header AD

যোগীরাজ্যে ফের ‘খুন’ বীরভূমের পরিযায়ী শ্রমিক! এবারও রেললাইনের পাশে মিলল দেহ

বাংলা বলার অপরাধে যোগী রাজ্যে ‘খুন’ হলেন পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিক। উত্তরপ্রদেশের কাঁকিনাড়া এলাকার রেললাইনের ধার থেকে উদ্ধার হল তাঁর ক্ষতবিক্ষত দেহ। বৃহস্পতিবার রাতে যুবকের বাড়িতে খবর দেওয়া হয়। পরিবারের অনুমান, তাঁদের ছেলে খুন হয়েছে। তবে এই বিষয়ে এখনও অভিযোগ দায়ের হয়নি। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও পরিবার সূত্রে খবর, মৃত পরিচয় শ্রমিকের নাম দুধকুমার বাগদি। তিনি নানুর থানার বড়াগ্রামের বাসিন্দা ছিলেন। একটি রুটি কারখানায় কাজ নিয়ে বেঙ্গালুরু যাচ্ছিলেন ১৮ বছরের দুধকুমার। বৃহস্পতিবার রাতে আরপিএফএর তরফে মৃত শ্রমিকের বাড়িতে ফোন করে জানানো হয়, দুর্ঘটনার জেরে দুধকুমারের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য সপ্তাহখানেক আগে বীরভূমের বাসিন্দা পথিক হেমব্রমের দেহ উদ্ধার হয়। কারো দেহ উদ্ধার হয়েছিল যোগী রাজ্যের কানপুর জেলার একটি রেললাইনের পাশে। তার দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তার স্বামীকে খুন করা হয়েছে বলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন প্রতীকের স্ত্রী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রায় একইভাবে বীরভূমের অন্য এক যুবকের দেহ উদ্ধার হল উত্তর প্রদেশে।