Header AD

সেতুর লোড টেস্টিং! ৪ দিন বন্ধ তারাতলা উড়ালপুল, যানজটের আশঙ্কা

সেতুর লোড টেস্টিংয়ের কাজে ৪ দিন বন্ধ থাকছে তারাতলা উড়ালপুল (Taratala Flyover)। ১৩ ডিসেম্বর,শনিবার থেকে ১৬ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে এই ফ্লাইওভার। পিডব্লিউডি ও কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে। এর ফলে ডায়মন্ড হারবার রোডে যানজটের আশঙ্কা থাকছে।

এই সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, শনিবার দুপুর ৩টে ৩০ মিনিট থেকে বন্ধ থাকছে সেতুটি। কাজ চলবে ১৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই সময়কালে তারাতলা ফ্লাইওভার দিয়ে কোনওরকম যান চলাচল করবে না, বন্ধ থাকছে উড়ানপুল। কাজ চলাকালীন সমস্ত যানবাহ্নকে তারাতলা ক্রসিং এড়িয়ে চলতে বলা হয়েছে পুলিশের তরফ থেকে। এই ফ্লাইওভার বন্ধ থাকার সময় বেহালা থেকে আলিপুরের দিকে আসা গাড়িগুলিকে করুণাময়ী সেতু হয়ে চলাচল করার পরামর্শ দিয়েছে পুলিশ। আলিপুর থেকে বেহালামুখী গাড়িগুলিকে দুর্গাপুর সেতু, হাইড রোড. এবং নিউ আলিপুর হয়ে চলাচলের কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, ডায়মন্ড হারবার রোডে যানজট কমাতে ২০০৬ সালে তারাতলা উড়ালপুল নির্মাণ করা হয়। তিন বছর ধরে কাজ চলেছিল। ২০১০ সালে ৫৪০ মিটার দীর্ঘ এই ফ্লাইওভারটিতে ফাটল দেখা যায়। তারপর ফ্লাইওভারের বেহালাগামী অংশটি বন্ধ করে দেওয়া হয়। ২০২২ সালের এপ্রিলে আবারও, ফাটল দেখা যায়। তখনও বন্ধ রাখা হয় সেতুটি। এবার সেতুর লোড টেস্টিংয়ের জন্য ৪ দিন বন্ধ থাকছে উড়ালপুল। কিন্তু এই ফ্লাইওভারটি কার্যত ডায়মন্ড হারবার রোডের লাইফ লাইন। এটি বন্ধ থাকাকালীন বিকল্প পথে যান চলাচল করলেও ব্যাপক যানজটের আশঙ্কা থেকে যাচ্ছে। কারণ আলিপুরগামী কয়েকটি বাস বাদ দিলে অধিকাংশ গাড়িই এই উড়ালপুল দিয়ে যাতায়াত করে। সেক্ষেত্রে বিকল্প পথ সাধারণ মানুষ তথা যানবাহনকে কতটা সুবিধা দেবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে।