Header AD

ইন্ডাস্ট্রিতে ২০ বছরের জার্নি উদযাপন, ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চে খাঁড়া হাতে নাচলেন দেব

শনিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের বাইরে সকাল থেকে দেব ভক্তদের ভিড়। বেলা যত এগিয়েছে, ভিড় তত বেড়েছে। উপলক্ষ দেব অভিনীত রঘু ডাকাত ছবির ট্রেলার লঞ্চ এবং ইন্ডাস্ট্রিতে ২০ বছরের জার্নির উদযাপন। এই প্রথম টিকিট কেটে কোনও বাংলা ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠান হল। এই অনুষ্ঠানের আয়োজন যে বড়মাপের হতে চলেছে সেই আন্দাজ পাওয়া গিয়েছিল আগেই। কানায় কানায় ভরে উঠেছিল নেতাজি ইনডোর স্টেডিয়াম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে টলিউড ও টেলিভিশনের ছোটবড় তারকাদের অধিকাংশই এই দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন। অনুষ্ঠানে শামিল হয়েছিলেন দেবের সব ছবির নায়িকারাও। এসেছিলেন নুসরত, কোয়েল, শ্রাবন্তী, সায়ন্তিকা, পূজা। এমনকি শুভশ্রী ও রুক্মিণীও হাজির ছিলেন ।মাসখানেক আগে একই কায়দায় ‘ধূমকেতু’ ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠান করেন দেব। তার পর বক্সঅফিসে নজির গড়েছে সেই ছবি। বাংলা জুড়ে কয়েকসপ্তাহ ধরেই ‘রঘু ডাকাত’ ছবির কলাকুশলীদের নিয়ে জোরদার প্রচার অভিযান চালিয়েছেন অভিনেতা।। মালদহ থেকে মেদিনীপুর, আমতা— অনেক জায়গাতেই। এদিন অনুষ্ঠানের সূচনাপর্বে এসেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘‘দেব আরও ৩০ বছর রাজত্ব করুক।’’ বেশ কয়েক বছর পর ‘রঘু ডাকাত’ ছবি দিয়ে রুপোলি পর্দায় প্রত্যাবর্তন ঘটেছে রূপা গঙ্গোপাধ্যায়ের।এদিন অনেকেই মুখিয়ে ছিলেন দেব-ইধিকা জুটিকে ‘ঝিলমিল লাগে রে’ গানে একসঙ্গে মঞ্চে দেখার জন্যে। পর্দার রসায়নই যেন দেখা গেল এদিনের মঞ্চে। যদিও নয়া চমক হলেন অনির্বাণ ভট্টাচার্য। একবারে ছকভাঙা ছন্দে তিনি। দেবের ‘রাজার রাজা’ থেকে ‘এগিয়ে দে’ গানে নাচলেন তিনি। পিছিয়ে থাকলেন না ওম ও সোহিনী। দেবের ‘মালা রে’ গানে পা মেলালেন তাঁরা।শেষে এলেন দেব। খাঁড়া হাতে ‘জয় কালী’ বলে নাচলেন অভিনেতা। সঙ্গে ছিলেন দেবের নায়িকার নুসরত, শ্রাবন্তী, পূজা। দেব বললেন, “আমি গর্বিত, আমি বাংলা ছবির নায়ক। আমার সব নায়িকারা আজ উদ্‌যাপনে শামিল।” এদিন মঞ্চ থেকে সুপারস্টার আরও বললেন “এখন আমার বুক চিরে কেউ যদি দেখত তাহলে বুঝত আমি এখন ঠিক কতটা গর্ব বোধ করছি। আমার দর্শকের জন্যও আমার গর্ব হচ্ছে।” উদযাপন ও ট্রেলার লঞ্চের পাশাপাশি অনুষ্ঠানে প্রয়াত গায়ক জ়ুবিন গার্গকেও স্মরণ করা হল।