হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও ‘ফুটবলের রাজপুত্র’মেসিকে (Lionel Messi) দেখার সুযোগ পেলেন না অগণিত ভক্ত। আর সেই রাগে-দুঃখে ময়দানে আছড়ে পড়ল বিক্ষুব্ধ জনতার ক্ষোভ। সব মিলিয়ে শনিবার সকালে যুবভারতী একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে! এমতাবস্থায় অনুষ্ঠানে যোগ দেওয়ার বদলে নিরাপত্তার চাদরে মুড়ে মুম্বই ফেরত পাঠানো হয় শাহরুখ খানকে (Shahrukh Khan) । দর্শকদের বিশৃঙ্খলা ও বোতলবৃষ্টির মধ্যে মাঠ ছাড়তে বাধ্য হন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। অন্যদিকে এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে ‘মেসি সাক্ষাতে’র ছবি পোস্ট করে নেটনাগরিকদের রোষানলে পড়লেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Shubhashree Ganguly)।
শুক্রবার মধ্যরাতে ছেলে অ্যাব্রামকে সঙ্গে নিয়ে কলকাতায় পা রাখেন কিং খান। কথা ছিল, মেসির কলকাতা সফরের পুরোভাগে দেখা যাবে বলিউডের বাদশাকেও। কিন্তু হোটেল থেকে ভার্চুয়ালি ৭০ ফুটের মূর্তি উন্মোচনের পরই মেসি যখন যুবভারতীতে পা রাখেন, তার কিছুক্ষণ বাদেই গোটা পরিস্থিতি বদলে যায় চোখের নিমেষে। ফুটবলের রাজপুত্রকে একবার দেখতে না পাওয়ার ক্ষোভে উন্মত্ত হয়ে পড়ে দর্শকাসনে বসে থাকা জনতা। ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন তাঁরা। এই পরিস্থিতিতে শাহরুখ কিংবা অ্যাব্রামকে যুবভারতীতে আর দেখা যায়নি। সূত্রের খবর, মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হতেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে কিং খানকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসা হয়। সেখান থেকেই সোজা মুম্বইয়ে ফিরে যান তিনি। শুধু শাহরুখ নয়, এদিন মাঠে থাকার কথা ছিল সৌরভেরও। যুবভারতীতে ঘোষণাও করা হয় যে সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত। চারিদিকে বোতলবৃষ্টির মধ্যেই মাঠে একঝলক দেখা যায় সৌরভকে। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি মাঠ ছাড়তে বাধ্য হন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক।
এদিকে শনিবার মেসির অনুষ্ঠানে টলিউড ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে যুবভারতীতে আমন্ত্রিত ছিলেন শুভশ্রী। নির্ধারিত সময়ে ‘ফুটবলের রাজপুত্র’কে স্বাগত জানাতে মাঠে পৌঁছন অভিনেত্রী। সাক্ষাত সারার পর মেসি, সুয়ারেজের মধ্যমণি হয়ে ফটোশিকারিদের ক্যামেরায় হাসিমুখে পোজও দিতে দেখা যায় শুভশ্রীকে। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেন অভিনেত্রী। শুভশ্রীর সেই হাসিখুশি ছবি দেখে নেটমাধ্যমে মেসি ভক্তরা ক্ষোভে ফেটে পড়েন। কারও কটাক্ষ, ‘জনতার টাকায় আপনারা ফুটেজ খাচ্ছেন’, তো কেউ তোপ দাগলেন, ‘জনতার চাঁদায় ফূর্তি হচ্ছে!’অনেকের মন্তব্য, ‘যুবভারতী যখন রণক্ষেত্র, তখন মেসির সঙ্গে ছবি দিয়ে কেন অনুরাগীদের দুঃখ বাড়াচ্ছেন?’ কেউ কেউ আবার শুভশ্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছেন, ‘আপনি ফুটবল খেলা দেখেন বা বোঝেন?’গোটা ঘটনাকে কেন্দ্র মাঠের মতোই উত্তপ্ত হয়ে ওঠে নেটপাড়া।




