Header AD

এক ধাক্কায় ১১১ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম! পরক্ষে পকেটে টান সাধারণ মানুষের

নতুন বছরের শুরুতেই রেস্তোরাঁ ও গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ। বৃহস্পতিবার থেকে এক ধাক্কায় অনেকটা দাম বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের। তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ১৯ কেজি সিলিন্ডারের দাম ১১১ টাকা বাড়ানো হয়েছে। হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং সার্ভিস এর মালিকরা সেই দাম বৃদ্ধির ফলে অসুবিধায় পড়বেন। বাণিজ্যিক গ্যাস মূলত এরাই ব্যবহার করেন। চাপ বাড়ল এলপিজি চালিত গাড়ির মালিকদেরও। বাণিজ্যিক গ্যাস ব্যবহার করেন তাঁরাও। সরাসরি না হলেও পরোক্ষভাবে ক্ষতির মুখে পড়বে সাধারণ মানুষ।

বিশ্ববাজারে তেলের বাজারদর ওঠানামার তারতম্যের উপর ভিত্তি করেই গ্যাসের দাম নির্ধারণ করা হয়। সেই মতো কলকাতায় নতুন বছরে ১৯ কেজি সিলিন্ডারের বাণিজ্যিক গ্যাসের দাম ১ হাজার ৬৮৪ টাকা থেকে বেড়ে হল ১ হাজার ৭৯৫ টাকা। দিল্লিতে দাম ছিল ১৫৮০.৫০ টাকা, বেড়ে হল ১৬৯১.৫০ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের পরিবর্তিত দাম হল ১৬৪২.৫০ টাকা। চেন্নাই এ নতুন বছরে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ১৭৩৯.৫০ টাকা।

বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে গেলেও আপাতত স্বস্তি মিলেছে গৃহস্থ বাড়িতে। এখনই দাম বাড়েনি আম আদমির রান্নার হেঁসেল খরচে। ২০২৪ সালের মার্চ মাসে নারী দিবসের দিন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১০০ টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৫ সালের এপ্রিল মাসে সেখান থেকে আবার ৫০ টাকা বেড়ে যায় রান্না করে গ্যাসের দাম। তারপর থেকে ১৪.২ কেজি সিলিন্ডারের সেই দাম ৮৭৯ টাকাই রয়েছে।