Header AD

পুজোয় ছবি মুক্তি নিয়ে বিতর্ক, আবীরকে কেন্দ্র করে দুই প্রযোজনা সংস্থার লড়াইয়ে সরগরম টলিউড

পুজোর জোড়া ছবি ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। দুই ছবিরই নায়ক আবীর চট্টোপাধ্যায়। এবার পুজোয় মুক্তি পাচ্ছে তাঁর দু’টি ছবি— নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ ২’ এবং অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’। কিন্তু দ্বিতীয় ছবির প্রচারে অংশ নিচ্ছেন না আবীর । আর এই নিয়েই সোমবার সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগরে দিলেন পরিচালক অনীক ও ছবির প্রযোজক ফিরদৌসল হাসান। “ছবির প্রচারের জন্য এ বার কি আবীরের কাছে ভিক্ষা চাইব? অভিনেতা বড় না ছবি!” এই প্রশ্নও তুলেছেন প্রযোজক।কিন্তু এর পেছনে কী কারণ? শোনা যাচ্ছে, বছর তিনেক আগে পরিচালক নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে চুক্তি হয়েছিল আবীর চট্টোপাধ্যায়ের। ওই বছর থেকে তিনি উইন্ডোজ প্রযোজনা সংস্থার পুজোর ছবিতে। চুক্তি অনুযায়ী পরিচালক জুটির শর্ত, পুজোয় তাঁদের ছবিতে আবীর থাকলে অভিনেতার আর কোনও ছবি একই সঙ্গে মুক্তি পাবে না। মুক্তি পেলেও সেই ছবির প্রচারে তিনি থাকতে পারবেন না। চুক্তির নিয়ম মেনে তাই অনীক দত্তের ছবিতে অভিনয় করা সত্ত্বেও প্রচারে নেই আবীর। এ নিয়ে রীতিমতো হতাশ পরিচালক। তাঁর কথায়, “আবীর, শিবু উভয়কেই স্নেহ করি। নন্দিতাদি, শিবুর এ বছরের পুজোর ছবি ‘রক্তবীজ২’-এর গান, ট্রেলার দেখেছি। দেখে বুঝেছি, আমাদের ছবি আর শিবুদের ছবি সম্পূর্ণ আলাদা। তা হলে শিবু এত ভয় পাচ্ছে কেন! কেনই বা নিরাপত্তাহীনতায় ভুগছে?” এ দিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ছবিকে গুরুত্ব দিয়ে এত কিছু করছেন। প্রত্যেক প্রেক্ষাগৃহে যাতে বাংলা ছবি প্রাইম টাইম শো পায় তার নির্দেশ দিয়েছেন। অথচ নায়ককে কেন্দ্র করে দুটি বাংলা ছবির এই বিবাদ বেশ চিন্তায় ফেলেছে সিনে ইন্ডাস্ট্রিকে।আবীরের সঙ্গে তাঁর সমস্যা যে নতুন নয়, তা-ও জানিয়েছেন অনীক। “‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় আবীরকে প্রথম বেছেছিলাম। যথারীতি তারিখ নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। ভাগ্যিস সেই সময় জীতু কমলকে পেয়েছিলাম। তাই ছবিটা হল”, বলছেন তিনি। এ প্রসঙ্গে আবীরের বক্তব্য, “প্রযোজকের সিদ্ধান্ত নিয়ে অভিনেতা হিসেবে আমার কিছু বলার থাকতে পারে না। তবে তিনি সবটা জেনেই সিদ্ধান্ত নিয়েছেন। ছবির ডাবিং-এর সময়েও বলেছিলাম, ২০২৫-এর পুজোয় ‘রক্তবীজ২’ মুক্তি পাচ্ছে। একই সময় এই ছবি মুক্তি পেলে সমস্যা তৈরি হতে পারে।”সমস্যা যখন কিছুতেই মিটছে না তখন কি আইনি পথে এগোবেন ছবির প্রযোজক-পরিচালক? প্রযোজক জানান, তাঁর আর হারানোর কিছু নেই। অনীকের কথায়, “কেউ মামলা করব না। প্রয়োজনে শিবুর সঙ্গে বসব। তবে বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নিতে গিয়ে জানলাম, হাসান মামলা করলে আবীরের অসুবিধা হতো।” সব শেষে আবীরের বক্তব্য, “ছবি মুক্তির সিদ্ধান্ত একেবারেই প্রযোজকের। কখনওই অভিনেতার সিদ্ধান্তে বা অনুরোধে ছবি মুক্তির সময় নির্ধারিত হতে পারে না।”