অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে অন্তত ১২ জন পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা অনেক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। । জানা গিয়েছে শনিবার একাদশীর ভিড়ে অন্ধ্রপ্রদেশের মন্দিরে ঘটনাটি ঘটে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শনিবার একাদশী উপলক্ষে ছিল বিশেষ পুজো। সেই কারণে বহু ভক্ত সমাগম হয়েছিল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একাদশীর পুজো দিতে একই সময়ে বহুসংখ্যক ভক্ত মন্দিরে চলে এসেছিলেন , অতিরিক্ত ভিড়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ধাক্কাধাক্কি শুরু হয়। সেখান থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সকলে একসঙ্গে মন্দির থেকে বেরোনোর চেষ্টা করতে শুরু করেন। তার ফলে এই বিপর্যয় বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে ভিড়ের মধ্যে অন্য কোনও ঘটনা ঘটেছিল কি না, তা এখনও জানা যায়নি।
একাদশীতে বেঙ্কটেশ্বর মন্দিরে বিশেষ পুজোতে শয়ে শয়ে ভক্ত গিয়েছিলেন। অধিকাংশই ছিলেন মহিলা। সমাজমাধ্যমে ঘটনাস্থলের একাধিক ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, মহিলারা ভিড়ের মধ্যে হাতে পুজোর ডালি নিয়ে কী ভাবে ধাক্কাধাক্কি করছেন। প্রাণে বাঁচতে ভিড় থেকে বেরোনোর চেষ্টা করছেন সকলে। অনেকে পড়েও যাচ্ছেন। এ ছাড়া, অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, মন্দির চত্বরে একাধিক মৃতদেহ পড়ে রয়েছে। পদপিষ্টের ঘটনার পর বেশ কিছু ক্ষণের চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। ঘটনায় শোকপ্রকাশ করে তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গার ভেঙ্কটেশ্বর মন্দিরে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে একাধিক ভক্তের। ভক্তদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমি শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’





