রাতের শহরে জাতীয় সড়কে বিধ্বংসী অগ্নিকাণ্ড। হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ করে জ্বলে উঠল বাস! মুহূর্তের মধ্যেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি গাড়ি। জ্বলে যায় ফাঁকা একটি বাসও। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রাথমিক ভাবে জানা যায়, শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ ১৬ নাম্বার জাতীয় সড়কের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাসায়নিক বোঝাই লড়িটি একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ (Sankrail Police)। দমকলের পাঁচটি ইঞ্জিন গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের জেরে জাতীয় সড়কে কার্যত স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল।
জানা যাচ্ছে, রাসায়নিকের গাড়িতে আগুন লাগায় তা চোখের নিমেষে ছড়িয়ে পড়ে। রাস্তার একাংশ আগুনের গ্রাসে চলে যায়। হাওয়ার বেগে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান দমকল কর্মীরা। জাতীয় সড়কের উপর এত বড় অগ্নিকাণ্ডের ঘটনায় বড় বিপদ এড়াতে যান চলাচলে রাশ টানা হয়। দমকল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল ওই পেট্রোল পাম্পের সামনে থাকা একটি বাস ও বেশ কয়েকটি ট্যাঙ্ক পুড়ে গিয়েছে। তবে আরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। তার সঠিক হিসেব এখনও জানা যায়নি। কোনও হতাহতের খবর নেই।





