Header AD

বাবরি মসজিদ ধ্বংসের বদলা নিতে কি ধারাবাহিক বিস্ফোরণের ছক কষেছিল দিল্লি কাণ্ডের মূল পাণ্ডা?

আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তি হচ্ছে। সেই বাবরি মসজিদ (Babri Masjid) ধ্বংসের বর্ষপূর্তিতে বড়সড় হামলার ছক কষেছিল দিল্লি বিস্ফোরণের মূল পাণ্ডা। বিস্ফোরণে গ্রেপ্তার হওয়া চিকিৎসকদের জেরা করে এমনই বিস্ফোরক তথ্য জানতে পারেন তদন্তকারীরা। ওই সময়েই ধারাবাহিক বিস্ফোরণের ছক কষেন উমর নবি। তবে সরকারি পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও তথ্য প্রকাশ করা হয়নি। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদের পর এমনই নবিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, সাধারণতন্ত্র দিবসের দিনেই বিস্ফোরণের পরিকল্পনা ছিল আততায়ীদের। আর সেজন্যই লালকেল্লায় রেইকিও করে যায় তাঁরা। এছাড়াও এবছরের দিওয়ালিতেও নাকি বহু জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর ছক ছিল তাঁদের। কিন্তু তা কার্যকর করা সম্ভাব হয়নি। তদন্তে উঠে এসেছে, ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক এই নাশকতার নেপথ্যে রয়েছেন।

প্রসঙ্গত,  দিল্লির লালকেল্লায় যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেই গাড়ির বর্তমান মালিক উমর নবি। তার ছবিও ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ফুটেজে। জানা গিয়েছে, সুনহেরি মসজিদ থেকে লাল কেল্লা মেট্রো স্টেশন পর্যন্ত গাড়িটি চালিয়ে এনে বিস্ফোরণ ঘটানো হয়। গাড়ির চালকের আসনে বসে থাকা উমরের ছবি স্পষ্টভাবে ধরা পড়েছে। এই বিষয়ে দিল্লি পুলিশের অনুমান, দিল্লিজুড়ে সোমবার ব্যাপক ধরপাকড়ের ফলে খানিকটা আতঙ্কিত হয়েই সন্ধেয় বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তদন্তে  উঠে এসেছে, আগামী মাসেই বড়সড় হামলার ছক কষছিল পুলওয়ামার বাসিন্দা উমর। সেই সঙ্গে ফরিদাবাদ-সহ একাধিক এলাকায় বিপুল পরিমাণে বিস্ফোরক জমা করেছিল সে। তবে কোথায় হামলার ছক কষেছিল উমর, সেই বিষয়ে এখনও অজানা। তার নামে রেজিস্টার্ড একটি গাড়ি ধ্বংস হয়েছে দিল্লির বিস্ফোরণে। হরিয়ানা থেকে উদ্ধার হয়েছে উমরের নামে থাকা আরেকটি গাড়ি।