Header AD

‘সব বাসিন্দাকে জঙ্গির নজরে দেখবেন না’ আর্জি  জম্মু -কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার

দিল্লির লালকেল্লার কাছে গাড়িবিস্ফোরণের ঘটনায় জড়িতদের কঠোরতম শাস্তির দাবি করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের সব বাসিন্দাকেই জঙ্গি হিসেবে না ধরে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘মুষ্টিমেয় কিছু মানুষের’ কাজকর্মকে জম্মু ও কাশ্মীরের সাধারণ শান্তিপ্রিয় বাসিন্দাদের সঙ্গে জুড়ে দেওয়া উচিত নয়। এই হামলার জন্য হাতেগোনা কয়েক জন দায়ী। যারা দোষী, তাদের কঠোরতম শাস্তি দেওয়া উচিত। কিন্তু নিরপরাধ মানুষদের যেন একই দৃষ্টিকোণ থেকে দেখা না-হয়। সেটা হলে মস্ত ভুল হবে। তবে বিস্ফোরণের সঙ্গে  বেশ কয়েকজন চিকিৎসকের নাম উঠে এসেছে। এ অবস্থায় সাধারণ কাশ্মীরিদের হয়ে সওয়াল করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের সকলেই জঙ্গি নন। কাশ্মীরের প্রত্যেক বাসিন্দা সন্ত্রাসবাদকে সমর্থন করেন না। শুধুমাত্র হাতেগোনা কিছু মানুষই সেখানে শান্তি এবং সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন।“ অপরাধী এবং সাধারণ মানুষের মধ্যে ফারাক বোঝা প্রয়োজন বলে মনে করেন তিনি।

বস্তুত, গত সোমবার সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে একটি সাদা রঙের হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের পরে উঠে আসে কাশ্মীরি চিকিৎসক উমর মহম্মদ ওরফে উমর-উন-নবির নাম। তাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। বিস্ফোরণের আগে ওই গাড়িটি তিনিই চালাচ্ছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে কাশ্মীরের পুলওয়ামায় উমরের বাড়িটি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়। ওই দিনই সকালে ফরিদাবাদে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছিল জম্মু ও কাশ্মীর  এবং হরিয়ানা পুলিশের যৌথ দল। ওই ঘটনার সঙ্গেও অপর এক কাশ্মীরি চিকিৎসকের যোগ পাওয়া গিয়েছিল। আজ শুক্রবার এনআইএ-র এক তদন্তকারী দল যাচ্ছে শ্রীনগরে।