Header AD

বৃষ্টি-ধসে বিপর্যস্ত সিকিমে ভূমিকম্প! আতঙ্কে বাসিন্দারা

কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। তার মধ্যে বৃষ্টি ধসের দোসর হল ভূমিকম্প। বুধবার সকালে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাদং থেকে ১৪৬ কিলোমিটার দূরে। সিকিমজুড়ে আবার কম্পন অনুভূত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।এদিকে দার্জিলিং এবং সিকিমে একনাগাড়ে বৃষ্টির জেরে তিস্তার জলস্তর বেড়ে গিয়ে তিস্তা বাজার রাস্তায় জল উঠে আসে। তিস্তার জল রাস্তায় এসে পড়ায় কালিম্পং-দার্জিলিংয়ের রাস্তা বন্ধ। অনেক জায়গায় ভূমিধসের কারণে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। তিস্তা বাজারের মানুষ আতঙ্কে। সিকিমে সিংতামের রাস্তায় ফাটল। সমস্যার সম্মুখীন হয়েছেন পর্যটকরা। যানবাহন চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। লাভা হয়ে কালিম্পং ঘুরে যাওয়ার পথ খোলা রয়েছে। ওদিকের পর্যটকরা অধিকাংশ গন্তব্য বদল করে দার্জিলিংয়ের দিকে যাচ্ছেন। এখন পর্যটকদের সংখ্যা অনেকটাই কম। অন্যদিকে বৃষ্টি ও ধসের কারণে সিকিমের জন্য লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কটিও বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় ভূমিধসের কারণে রাস্তা পরিষ্কারের কাজ রাত থেকে শুরু হয়েছে। গত ৩ দিন ধরে দার্জিলিং এবং সিকিমে কখনও ভারী আবার কখনও হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে।