এই বছর রাসযাত্রা ৫ নভেম্বর। শোভাযাত্রা পরের দিন ৬ নভেম্বর। মেলা উপলক্ষে নবদ্বীপ ধামে এই সময় ভিড় করেন অগণিত ভক্ত। এই ভক্তদের কথা মাথায় রেখেই আগামী ৫ ও ৬ নভেম্বর হাওড়া ডিভিশনে একজোড়া বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল(Eastern Railways)।
রেল সূত্রে খবর, দু’দিনই ওই বিশেষ ট্রেনটি ব্যান্ডেল থেকে দুপুর দুটোয় ছেড়ে কাটোয়া পৌঁছবে বিকেল ৪টে বেজে ১০ মিনিটে। ডাউনে কাটোয়া থেকে ট্রেনটি ছাড়বে সন্ধে ৬টা ২০ মিনিটে। ব্যান্ডেলে পৌঁছবে রাত সাড়ে দশটা নাগাদ। এই ট্রেনটি সবকটি স্টেশনেই দাঁড়াবে।
কৃষ্ণনগর ও নবদ্বীপ ধামে রাশ উৎসবের সময় ভিড় সামলাতে ডিজিটাল পদ্ধতিতে জোর দেওয়া হচ্ছে। সম্প্রতি রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে নবদ্বীপ থানা এবং কৃষ্ণনগর জেলা পুলিশের ডাকে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়। সেখানে বিধায়ক, পুরপিতা ও স্থানীয় আধিকারিকেরা মিলে শোভাযাত্রা নিয়ে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। প্রত্যেকটি পুজো কমিটিকে পাঁচজন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে বলা হয়েছে। সব অনুমতিপ্রাপ্ত পুজো কমিটির কাছে থাকবে একটি কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করেই বোঝা যাবে প্রতিমা কোন রুট দিয়ে কোথায় যাচ্ছে।





