Header AD

মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে চরম বিশৃঙ্খলা! মাঝপথ থেকেই ফিরলেন মুখ্যমন্ত্রী

ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে লক্ষ লক্ষ টাকার টিকিট কেটেছিলেন দর্শকরা। অথচ সেই মেসিকেই ভালো ভাবে চোখের দেখাও দেখা গেল না। আর তাতেই শনিবার কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। মাঠের মধ্যে তাণ্ডব চালিয়েছেন দর্শকরা। এই পরিস্থিতিতে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝপথ থেকেই তাঁকে ফিরে যেতে হয়েছে। এই লজ্জাজনক ঘটনায় এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেসির কাছে ক্ষমা চেয়েছেন তিনি। দর্শকদের কাছেও ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী। গোটা ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তোপ দেগেছেন আয়োজকদের বিরুদ্ধেও।

ডিসেম্বরের শীত উপেক্ষা করে শনিবার কাকভোরে যুবভারতী স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী। উদ্দেশ্য লিওনেল মেসিকে একটিবার দেখা। কিন্তু ভিআইপিদের ভিড়ে মেসিকেই দেখতে পেলেন না ভক্তরা! তাই রাগে-ক্ষোভে-দুঃখে ফেটে পড়লেন তারা। মাঠে বোতল ছুঁড়লেন। ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়লেন দর্শকরা। সব মিলিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গন একটা সময় রণক্ষেত্রের চেহারা নেয়।

শনিবার নির্ধারিত সময়েই যুবভারতী স্টেডিয়ামে পৌঁছে যান মেসি। মাঠে ঢোকেন লুইস সুয়ারেজ এবং রডরিগো ডি’পলকে সঙ্গে নিয়ে। কিন্তু আয়োজক-সহ অন্যান্যদের ভিড়ে কার্যত ঢাকা পড়ে যান মেসি। তিনি হাসিমুখে হাত নাড়ছিলেন দর্শকদের উদ্দেশ্যে। কিন্তু গ্যালারিতে বসে থাকা দর্শকরা সেটা দূর থেকে দেখতেই পাননি। মেসির আশেপাশে অন্তত ৫০জনের ভিড় ছিল। তাই মেসিকে দেখার স্বপ্ন অধরাই থেকে যায় বহু দর্শকের।

চড়া দামে টিকিট কেটে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও যখন ভিআইপিদের ভিড়ে মেসিকে একঝলক দেখা যায়নি, তখনই গ্যালারির পারদ চড়তে থাকে। সম্ভবত দর্শকদের ক্ষোভ আঁচ করতে পেরেই নির্ধারিত সময়ের আগেই মাঠ থেকে মেসিকে বের করে নেন আয়োজকরা। এরপরই দর্শকদের ধৈর্য্যের বাঁধ ভাঙে। মাঠে বোতল ছুঁড়তে থাকেন, গ্যালারিতে থাকা মেসির ছবি দেওয়া ব্যানার ছিড়ে ফেলেন। এখানেই শেষ নয়। ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন উন্মত্ত জনতা। গ্যালারির সিট ভেঙে ছুঁড়ে ফেলতে থাকেন মাঠের ভিতরে। এমনকি মাঠের ভিতরে ঢুকে হাতের কাছে যা পেয়েছেন তাই দিয়ে ভাঙচুর চালিয়েছেন মেসিভক্তরা। ভেঙে দেওয়া হয় প্লেয়ারদের টানেল, ক্যানোপি। রণক্ষেত্র হয়ে ওঠা যুবভারতী ছেড়ে দ্রুত বেরিয়ে যান মেসি। স্টেডিয়াম থেকেই তিনি রওনা দেন বিমানবন্দরের দিকে। এদিন মেসির সঙ্গে এক মঞ্চে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁকেও বাধ্য হয়ে যুবভারতী যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হয়। এমনকি কলকাতায় এসেও মেসির অনুষ্ঠানে যোগ দিতে পারেননি শাহরুখ খান। ঘটনার পরই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশ্ববরেণ্য ফুটবলারকে এমন খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরতে হল সিটি অফ জয় থেকে- নিন্দার ঝড় উঠেছে সব মহলে।