দক্ষিণী তারকা রজনীকান্ত এবং ধনুষের বাড়িতে রাখা আছে বোমা! হঠাৎ এই খবর ছড়িয়ে পড়তেই কার্যত তোলপাড় শুরু হয় চেন্নাইতে।
সূত্রের খবর, সোমবার তামিলনাড়ুর ডেপুটি জেনারেল অফ পুলিশের মেলে আসে এই হুমকিবার্তা। দ্রুত রজনীকান্ত ও ধনুষের চেন্নাইয়ের বাসভবনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। দ্রুত খবর পাঠানো হয় বম্ব স্কোয়াডে। উভয় তারকার চেন্নাইয়ের বাড়িতে চিরুনি তল্লাশি চলে। সূত্রের খবর, দুই তারকার বাড়ি থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
হুমকিবার্তা পাওয়া মাত্রই চেন্নাই পুলিশ তৎপর হয়ে ওঠে। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি শুরু হয় তদন্ত। চেন্নাই পুলিশের দাবি, ওই হুমকিবার্তা ভুয়ো, যাকে সাইবার প্রতারণার ভাষায় ‘হোয়াক্স’ মেল বলা হয়। উল্লেখ্য, এ রকম ভুয়ো মেল যখন তখন পৌঁছে যাচ্ছে তামিল তারকাদের কাছে। ফলে, প্রতি মুহূর্তে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভুগছেন অভিনেতারা।
প্রশাসন আরও জানায়, এর আগেও একইভাবে ভুয়ো হুমকির শিকার হয়েছেন তৃষা কৃষ্ণনের মতো চলচ্চিত্র জগতের খ্যাতনামা শিল্পী। বিজয়সহ অনেকে হুমকিবার্তা পেয়েছেন। সেই তালিকায় এবার নাম জুড়ল রজনীকান্ত, ধনুষ এবং তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি কে. সেভালপেরুনথাগাইয়ের।
যদিও এই হুমকিবার্তা ভুয়ো, সে সম্বন্ধে একেবারে নিশ্চিত নয় পুলিশ। ঘটনা খতিয়ে দেখতে তদন্ত জারি রয়েছে।





