৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে সিনেপ্রেমীদের উৎসাহের অন্ত নেই। তবে উৎসবের জাঁকজমকের মাঝেই একটি অনভিপ্রেত ঘটনার খবর মিলল। গতবারের মতো এবারও উৎসব জুড়ে ভুয়ো কার্ডের রমরমা। এবছর ধরা পড়ল ৩৫৭টি ভুয়ো কার্ড। যার ফলে সোমবার সাংবাদিক বৈঠক করে সতর্ক করলেন নন্দনের অধিকর্তা শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় এবং ফেস্টিভ্যালের কোঅর্ডিনেটর প্রদীপকুমার সরকার।
শর্মিষ্ঠা এদিন জানান, “রোজ প্রচুর মানুষ আসছেন সিনেমা দেখতে, তাঁদের ইচ্ছাপূরণ করতে। তাঁদের উৎসাহ চোখে পড়ার মতো। এটা খুবই ভালো বিষয়। এর মধ্যেই অনেক মানুষ জাল কার্ড নিয়ে ঢুকে পড়ছেন। ছবি দেখার জন্য ‘ফ্রি পাস’ দেওয়ার ব্যবস্থা রয়েছে । সেখানে কেন কার্ড জাল হচ্ছে?” এই বিষয়ে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “কে, কী উদ্দেশ্যে ভুয়ো কার্ড তৈরি করে লোকের মধ্যে ছড়িয়ে দিচ্ছে তা আমরা জানি না। পুলিশকেও এই বিষয়ে জানানো হয়েছে। তাঁরা খতিয়ে দেখবেন এই বিষয়টা।” ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের আবেদন, অবৈধ কার্ডের সঙ্গে যুক্ত হবেন না। মানুষের নিরাপত্তার কথা ভেবেই তাঁদের এই অনুরোধ। বাজেয়াপ্ত করা কার্ডের মধ্যে ভুয়ো প্রেস কার্ড, গেস্ট কার্ড দুইও রয়েছে।
প্রসঙ্গত, গত ৭ নভেম্বর থেকে নন্দন, রবীন্দ্র সদন, শিশিরমঞ্চ, রাধা স্টুডিও, বিনোদিনী থিয়েটার সহ শহরের একাধিক প্রেক্ষাগৃহে চলচ্চিত্র উৎসবের ছবি প্রদর্শিত হচ্ছে। দেশি-বিদেশি অতিথিদের আগমনে উৎসব চত্বর গমগম করছে। উৎসব শেষ হবে আগামী ১৩ নভেম্বর। উৎসব চলাকালীন এই ভুয়ো কার্ডকে কেন্দ্র করে যাতে আর কোনও রকম গোলযোগ তৈরি না হয় তার জন্য এবার বাড়তি সতর্কতা নিচ্ছে চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।





