অসমের ভুমিপুত্র তথা সংগীত শিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় আড়াই মাস। তবুও তাঁর প্রতি অসমের আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধা এতটুকুও কমেনি। তাই এবার অসমের ভূমিপুত্রের মূর্তি বসানো হবে অসমেরই রাস্তায়! হ্যাঁ কুমোরটুলির মৃৎশিল্পী রাজা পালের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে জুবিন গর্গের ফাইবারের মূর্তি। কাজ শেষ হলেই শিল্পীর মূর্তি বিমানে করে পাড়ি দেবে অসমে।প্রতি বছর পুজোর সময় কুমোরটুলির ব্যস্ততা থাকে তুঙ্গে। কুমোরটুলির প্রতিমা পাড়ি দেয় দেশ, বিদেশের নানা প্রান্তে। পুজো শেষ তাই বর্তমানে মৃৎশিল্পীদের কাজের চাপও কিছুটা কম। তাই ধীরে ধীরেই তৈরি হচ্ছে সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মূর্তি। যার উচ্চতা প্রায় সাড়ে চার ফুট । যদিও ফাইবারের এই মূর্তি তৈরির কাজ প্রায় শেষের দিকেই বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বলিউড, টলিউড থেকে শুরু করে অসমিয়া ভাষায় বহু গান গেয়েছেন জুবিন। অসমিয়া ছবিতে গানের পাশাপাশি অভিনয়ও করেছেন। তবে কিছু বছর যাবৎ তাঁর শরীরের অবস্থা বেশ খারাপ ছিল। এরপর গত ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভেলে গিয়ে স্কুভা ডাইভিং করার সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। সেই রহস্যের জট এখনও কাটেনি। এই মৃত্যু নিছকই দুর্ঘটনা নাকি কোনও ষড়যন্ত্র, তা নিয়ে এখনও চলছে কাটাছেঁড়া। এই সব কিছুর মাঝেও জুবিনকে হারানো এ দেশের সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি। আসলে জুবিনের মতো শিল্পীদের কোনওদিন মৃত্যু হয় না। তাঁরা তাঁদের সৃষ্টির মাধ্যমে অসংখ্য অনুরাগীর হৃদয় জুড়ে চিরকাল অমর হয়ে থাকেন। তাই এবার তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তাঁর এই ফাইবারের মূর্তি গড়ার সিদ্ধান্ত।





