নদিয়ার কৃষ্ণনগরে কলেজছাত্রী ঈশিতা মল্লিককে খুনের ঘটনায় অভিযুক্ত দেশরাজ সিংকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তবর্তী একটি এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে দেশরাজকে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে গুজরাতের জামনগর থেকে গ্রেফতার হয়েছিলেন দেশরাজ সিংহের মামা কুলদীপ সিং। এ বার পুলিশের জালে ধরা পড়লেন মূল অভিযুক্ত দেশরাজও।গত ২৫ অগাস্ট নদিয়ার কৃষ্ণনগরে কলেজ ছাত্রী ইশিতা মল্লিককে খুনের পরই উত্তরপ্রদেশে গা-ঢাকা দিয়েছিল দেশরাজ সিং। বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে ছাত্রীকে খুন করে দেশরাজ। এরপর তার পরিবার দাবি করে সে বাড়ির সঙ্গে কোনও যোগাযোগ রাখেনি। যদিও শনিবার দেশরাজের মামাকে গুজরাট থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। দেশরাজকে গা-ঢাকা দিতে সাহায্য করেছিলেন তিনি, সন্দেহ পুলিশের। পুলিশের আরও অভিযোগ দেশরাজের বাবাও তাকে পালাতে ও গা-ঢাকা দিতে সাহায্য করেছিলেন। এবার তাঁর খোঁজে রাজস্থানের জয়সলমেরের পথে রাজ্য পুলিশ।প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় ভাড়াবাড়িতে মা-বোনের সঙ্গে থাকতেন দেশরাজ। বাবা বিএসএফ জওয়ান। অভিযোগ, প্রেমে ব্যর্থ হয়ে তিনি খুন করেন কৃষ্ণনগরের ওই কলেজছাত্রীকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, দেশরাজের সঙ্গে আর সম্পর্ক রাখতে চাননি ওই তরুণী। কিন্তু দেশরাজ সম্পর্ক রাখতে তরুণীর উপর জোর খাটান। তাঁকে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। এমনকি, এক বার আত্মহত্যার চেষ্টা করছেন বলে ভিডিয়ো করে ‘প্রেমিকা’কে পাঠিয়েছিলেন। তাতেও ঈশিতার মন না-গলায় ওই যুবক তাঁকে খুনের ছক কষেন বলে অনুমান। তবে এই বিষয়ে নিশ্চিত হতে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।





