Header AD

বনসালি বিরুদ্ধে এফআইআর! মুক্তির আগেই ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে বেকায়দায় পরিচালক


পরিচালক সঞ্জয় লীলা বনসালির বিরুদ্ধে দায়ের এফআইআর! জানা গিয়েছে, তাঁর আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিকে ঘিরেই আইনি জটিলতায় পড়েছেন পরিচালক। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সঞ্জয় লীলা বনসালি-সহ আরও দুই ব্যক্তির বিরুদ্ধে রাজস্থানের বিকানেরে এফআইআর দায়ের করা হয়েছে। পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, তাঁর আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর লাইন প্রোডিউসার হিসাবে প্রতীক রাজ মাথুরের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। পরে তা বাতিল হয়। এরপরেই সঞ্জয় লীলা বনসালির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ওই ব্যক্তি। এমনকি এফআইআর দায়ের করেন। ওই ব্যক্তির আরও অভিযোগ, লাইন প্রোডিউসার হিসাবে নিযুক্ত করে বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে নিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে অভিনয় করছেন রণবীর কাপুর,আলিয়া ভাট, ভিকি কৌশল। এই ছবিতে রণবীর ও ভিকিকে দেখা যাবে ভারতীয় বিমানবাহিনীর দুই পাইলটের ভূমিকায়। ছবির সিংহভাগ অংশের শুটিং হয়েছে রাজস্থানে। আগামী বছর মার্চ মাস নাগাদ মুক্তি পাবে এই ছবি। তার আগেই ছবির কারণে আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন পরিচালক। উল্লেখ্য পরিচালক সঞ্জয় লীলা বনসালি।