Header AD

বাংলার অনুকরণে তামিলনাড়ুতেও এবার শুরু “আমাদের পাড়া আমাদের সমাধান”

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটছেন  অন্য রাজ্যের নেতারা । তাঁর প্রকল্পকে নকল করে দেশের একাধিক রাজ্যে নানা প্রকল্প শুরু হয়েছে । এবার সেই তালিকায় যুক্ত হল তামিলনাড়ুর নাম। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর আদলে দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতে ‘নাম্মা উরু, নাম্মা আরাসু’ নামের প্রকল্প তৈরী হতে চলেছে।

 সম্প্রতি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নামক প্রকল্পটি বাংলায় রূপায়ণে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে ২ কোটির বেশি মানুষ পরিষেবা পেয়েছেন। তাঁর এই  প্রকল্পে বুথ স্তরে যান  সরকারি কর্মকর্তারা। পাড়ার মানুষ সেখানে এসে তাঁদের নানা সমস্যার কথা বলেন। সমস্যার সমাধান সেই বুথস্তরেই হয়ে যায়।

   ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কে অনুসরণ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ‘নাম্মা উরু, নাম্মা আরাসু’ নামে প্রকল্প শুরু করতে চলেছেন । তামিলনাডুতে শনিবার থেকে শুরু হবে এই প্রকল্প। এদিন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ১০ হাজার গ্রামসভায়  ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন । এরপর প্রতিটি পঞ্চায়েত এলাকার গ্রামসভাকে ৩টি করে প্রাথমিক ইস্যু নির্বাচন করতে বলা হবে এবং সেই সমস্যাগুলির সমাধান আগে করা হবে।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শুক্রবার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মডেলে উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। সেগুলোই অন্য রাজ্য নকল করে নিচ্ছে। বাংলা আজ যা ভাবছে সারা দেশ সেটা তারপরে ভাবছে।”