চোখের নিমেষে দাউদাউ করে জ্বলে উঠল বাড়ি। দগ্ধ শিশু-সহ পরিবারের ৬ সদস্য। রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করেই এই অগ্নিকাণ্ড বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি এলাকায়। দগ্ধদের উদ্ধার করে পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা যাচ্ছে, ডালিম শেখ তাঁর স্ত্রী, সন্তানদের নিয়ে থাকতেন মুর্শিদাবাদের কান্দি এলাকার রামেশ্বরপুরের বাড়িতে। প্রতিদিনের মতো এদিনও তাঁর স্ত্রী রাজিয়া বিবি রান্না করছিলেন। হঠাৎই রান্নাঘর থেকে বিকট শব্দ শোনা যায়। মুহূর্তেই বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন। একে অপরকে বাঁচাতে গিয়ে পরিবারের ৬ সদস্য দগ্ধ হন। তড়িঘড়ি প্রতিবেশীরা খবর দেন থানা এবং দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। দ্রুত শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনা ও বাড়ির ভিতরে আটকে পড়া সদস্যদের উদ্ধারের কাজ। ৬ জনকেই উদ্ধার করে তড়িঘড়ি পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে।
পুলিশের তরফে জানানো হয়েছে, “বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি। কিন্তু সিলিন্ডারে কোনও সমস্যা ছিল নাকি দুর্ঘটনার নেপথ্যে অন্য কিছু আছে, তা খতিয়ে দেখা হবে।”





