Header AD

রবিবার শহরে জার্মান বিশ্বজয়ী অধিনায়ক ম্যাথাউজ! বেঙ্গল সুপার লিগের উদ্বোধনে তাঁকে রবীন্দ্রসঙ্গীত শোনাবেন অনুপম

রবিবার সকালে শহরে আসছেন ৯০- এর বিশ্বকাপ ফুটবল জয়ী জার্মান তারকা লোথার ম্যাথাউজ। আইএফএ এবং শ্রাচি স্পোর্টসের যৌথ উদ্যোগে বেঙ্গল সুপার লিগের ব্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন তিনি। তারই সাংবাদিক সম্মেলন রয়েছে বিকেলে। উদ্বোধনের আগেই বেঙ্গল সুপার লিগের উত্তেজনা বাড়িয়ে দেওয়াই লক্ষ্য। আর সেখানেই প্রাক্তন জার্মান তারকাকে রবীন্দ্রসঙ্গীত শোনানোর পরিকল্পনা ছকেছেন ‘আমাকে আমার মতো থাকতে দাও’ র গায়ক অনুপম রায়। সুরকার নিজে আদ্যন্ত জার্মান ফুটবলের ভক্ত। নিজের শহরে ম্যাথাউজকে পেয়ে তাই গান শোনানোর সুযোগ হাতছাড়া করতে চান না সুরকার। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বেশ কিছু গানের সঙ্গে জার্মান গানের সুরের মিল রয়েছে। সেই জার্মান সুরের রবীন্দ্রসঙ্গীতই শোনানোর ইচ্ছে আছে অনুপমের।  

আপাতত যা জানা যাচ্ছে, আটটি জেলার দল নিয়ে ১২ ডিসেম্বর থেকে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে শুরু হবে বেঙ্গল সুপার লিগ। আপাতত আটটি দল খেলার জন্য সম্মতি  দিয়েছে। পুরো প্রতিযোগিতাটি সম্প্রচার হবে ‘জি বাংলা সোনার’ চ্যানেলে। যা নিয়ে ইতিমধ্যেই প্রবল প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে চ্যানেল এবং শ্রাচি স্পোর্টসের মধ্যে। জেলার ফ্র্যাঞ্চাইজি মালিকরা ঘন ঘন বৈঠক করছেন, কোন ফুটবলারদের সই করাবেন সেই তথ্য জোগাড় করতে। দুই প্রধানে খেলা বেশ কিছু প্রাক্তন ফুটবলার এই মরশুমের কলকাতা লিগের খেলা দেখে বেশ কিছু ফুটবলার বেছে নিয়েছেন বেঙ্গল সুপার লিগে খেলানোর জন্য।

রবিবার ঠাসা কর্মসূচী ম্যাথাউজের। সকালেই বিশ্বজয়ী অধিনায়ক পৌঁছে যাবেন সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে। সেখানেই নামী দামি স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে ফুটবল খেলবেন, ফুটবল খেলা শেখাবেন তিনি।  সেখান থেকে যাবেন বডি গার্ডের পুলিশ ফুটবলে। তারপর যাবেন আইএফএ-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে অনূর্ধ্ব ১৪ জয়ী বাংলার খুদে ফুটবলারদের সঙ্গে মিলিত হবেন। একবার ঘুরে আসবেন বেটন কাপের ফাইনালেও।