Header AD

ট্যাঙ্গো নাচের তালে মাতবে ভূতেরা! প্রকাশিত হল ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর প্রথম গান

শীতের মরশুমে অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় উইন্ডোজ প্রোডাকাশন নিয়ে আসছে তাদের প্রথম হরর-কমেডি ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ছবিতে ট্যাঙ্গো নাচের তালে মেতে উঠবে ভূতেরা। বহু প্রতীক্ষার পর প্রকাশিত হল ছবিটির প্রথম ট্যাঙ্গো গান ‘তুমি কে? এই গানটি ভূতেদের ‘পার্টি আ্যন্থেম’।

সম্প্রতি প্রকাশ্যে এসেছিল এই গানের টিজার। সেই থেকেই দর্শকদের মধ্যে উম্মাদনার সৃষ্টি হয়। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুপম রায় ও সৃজিতা মিত্রের কণ্ঠে  গাওয়া এই গান শুক্রবার  মুক্তি পেল। এই গান প্রকাশের পর অনুপম অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন গায়ককে। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জিনিয়া সেন এবং গোধূলি শর্মা। অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, অনামিকা সাহা, মানসী সিনহা, কাঞ্চন মল্লিক-সহ আরও অনেকে। গানটির আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে শিল্পীদের সাজ-পোশাক। অভিনেতারা ক্লাসিক ট্যাঙ্গো থেকে অনুপ্রাণিত হয়ে গোলাপী, লাল এবং কালো রঙের পোশাকে ধরা দিয়েছেন।

এই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সোহম মজুমদার বলেন, “ আমি বাংলায় বড় হয়েছি। গান এবং নাচ সবসময়ই আমার পছন্দের। এই মিউজিক্যাল ছবিটা করা আমার কাছে শৈশবের স্বপ্নপূরণের মতো।   উইন্ডোজ এবং অরিত্রর সঙ্গে আগেও কাজ করেছি। এটা অনেকটা পারিবারিক রিউনিয়নের মতো।“

বনি বলেন, “তুমি কে গানটা প্রথম শোনার পর থেকেই মনে হয়েছিল এটা একদম অন্যরকম। অরিত্রের দৃষ্টিভঙ্গি এবং ম্যাগির কোরিওগ্রাফি  আমার সেরাটা বের করে নিয়েছে। আশা করি গানটা সকলের পছন্দ হবে। খুব শীঘ্রই আরও অনেকগুলি গান আসছে।”