শনিবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে বৈঠকে বসে অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। ছিলেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও। দলে বেশ কয়েকটি চমক রয়েছে। সব থেকে বড় ‘চমক’ ঈশান কিষাণের দলে ঢোকা। দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিংও। তবে জায়গাই হল না টেস্ট ও একদিনের দলে দেশের অধিনায়ক শুভমান গিলের। ১৫ জনের দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সূর্যকুমার। যদিও তাঁর ফর্ম নিয়েও প্রশ্ন উঠছে বেশ কিছু দিন ধরে। একেবারেই ফর্মে নেই শেষ টি২০ বিশ্বকাপের ফাইনালে আসাধারণ ক্যাচ নিয়ে ম্যাচ জেতানোর নায়ক। সহ-অধিনায়ক বাছা হয়েছে অক্ষর পটেলকে। এই দলটাই আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলবে।
২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি২০ বিশ্বকাপ। ফাইনাল ৮ মার্চ। প্রথম দিনেই অভিযান শুরু করছেন সূর্যকুমাররা। প্রতিপক্ষ আমেরিকার। সহজ গ্রুপেই রয়েছে ভারত। যেখানে আমেরিকা ছাড়া আছে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং পাকিস্তান। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ ১২ ফেব্রুয়ারি। বহু প্রতীক্ষিত ভারত-পাক মহারণ হবে ১৫ ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার কলম্বোয়। ১৮ ফেব্রুয়ারি মুম্বইয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে। তাই দলে চার জন নিয়মিত স্পিনার নেওয়া হয়েছে। ব্যাটিং লাইন আপ এবং জোরে বোলিং নিয়েও পরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকেরা। ফলে মহম্মদ সিরাজ, মহম্মদ শামির বিশ্বকাপ খেলা হচ্ছে না। বিবেচনা করা হয়নি ঋষভ পন্থকেও।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। মনে করা হচ্ছিল, এই সিরিজের দলই মোটামুটি বিশ্বকাপ অভিযানে নামবে। বহুদিন ধরেই শর্ট ফরম্যাটে গিলের ফর্ম নিয়ে প্রশ্ন রয়েছে। তাও সহ-অধিনায়কের ‘মর্যাদা’ দিয়ে কেন এতদিন তাঁকে বয়ে বেড়ানো হল, সেটাই ধোঁয়াশা। যে জিতেশ শর্মাকে সম্প্রতি ‘ফিনিশার’ হিসেবে দেখা হচ্ছিল, বাদ পড়েছেন তিনিও। বরং ভারতীয় ক্রিকেটে যিনি ‘ফিনিশার’ হিসেবে তুলনায় বেশি পরিচিত, সেই রিঙ্কু দলে জায়গা পেলেন। তাহলে দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে কেন নেওয়া হয়নি, সেটাও প্রশ্ন। তবে সবচেয়ে বড় চমক ঈশান কিষাণ। সৈয়দ মুস্তাক আলিতে প্রায় ২০০ স্ট্রাইক রেটে ৫১৭ রান করেছেন। ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৩-র নভেম্বর মাসে। অর্থাৎ দু’বছর পর জাতীয় দলে ফিরলেন, তাও একেবারে বিশ্বকাপে।
ঘোষিত ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর পটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, ঈশান কিষাণ ও হর্ষিত রানা।




