Header AD

বিজেপির সঙ্গে গভীর আঁতাত জ্ঞানেশ কুমারের! মেয়ে-জামাইয়ের পোস্টিং নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

একদিকে যখন জাতীয় নির্বাচণ কমিশনার জ্ঞানেশ কুমার দেশে বাংলা সহ ১২ রাজ্যে এসআইআর ঘোষণা করছেন, অন্যদিকে তখন পছন্দের বিজেপি রাজ্যে জেলাশাসক পদে বদলি হচ্ছেন জ্ঞানেশের মেয়ে-জামাই। এই ঘটনায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ডায়মন্ড হারবারের সাংসদ এক্স হ্যান্ডেলে লেখেন, “জ্ঞানেশ কুমার একটি মিশন নিয়ে এগোচ্ছেন। আর সেই মিশন হল দেশকে ধ্বংস করা।”পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মেয়ে- জামাইয়ের পোস্টিং নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

তাঁর অভিযোগ জ্ঞানেশের মেয়ে-জামাইয়ের পোস্টিং রাজনৈতিক।জ্ঞানেশের মেয়ে আইএএস মেধা রূপম ও জামাই আইএএস মনীশ বানসল পোস্টিং হয়েছেন নয়ডার ডিএম এবং সাহারানপুরের জেলাশাসক হিসেবে। আর এই পোস্টিং হয়েছে এসআইআর হওয়ার চার দিনের মাথায় ২৮ জুন। অন্যদিকে জামায়ের পোস্টিং হয় ২৫ জুন এস আই আর ঘোষণার একদিন আগে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্ন এটা কি সম্পূর্ণভাবে কাকতালীয় নাকি বিজেপির সঙ্গে গভীর আঁতাতের ফল। এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক লেখেন, “বিজেপি অভিযোগ করছে জুন মাসে এসআইআর ঘোষণার পর কেন তৃণমূল সরকার আমলাদের বদলি করছে? তাহলে কথা বলতে হয় জ্ঞানেশ কুমারের মেয়ে আইএএস মেধা রূপম এবং জামাই আইএএস মণীশ বনশলের পোস্টিং নিয়েও। এসআইআর ঘোষণা হওয়ার চারদিন পরে ২৮ জুন মেধা রূপমকে নয়ডার জেলাশাসক (ডিএম) পোস্টে পাঠানো হয়। অন্যদিকে, ২৫ জুন এসআইআর নোটিফিকেশন জারির মাত্র একদিন আগে মণীশ বনশলকে সাহরংপুরের জেলাশাসক করা হয়। এটা কোনওভাবে কাকতালীয় হতে পারে?” উল্লেখ কর জ্ঞানেশ কুমার এর আগে অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছেন।