ধর্মতলায় তৃণমূলের ‘ভাষা আন্দোলনের মঞ্চ’ খুলে দিল সেনাবাহিনী। এই খবর পেতেই গান্ধী মূর্তির পাদদেশে পোঁছে যান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ খোলা নিয়ে বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি। বিজেপির অঙ্গুলিহেলনেই এই মঞ্চ খোলার সিদ্ধান্ত বলেই সরাসরি অভিযোগ করেন তৃণমুল নেত্রী। যদিও সেনাবাহিনীর দাবি, ৩১ আগস্ট পর্যন্ত কর্মসূচির অনুমতি ছিল। নির্দিষ্ট সময়সীমা পেরনোর পর মঞ্চ খোলা হয়েছে মঞ্চ। মঞ্চ ইতিমধ্যেই রানি রাসমণি রোডে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন তৃনমূল নেত্রী।
তবে সেনাবাহিনীর ওপর যে তাঁর কোনও রাগ বা অভিযোগ নেই তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সেনাবাহিনীর অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। মমতা বলেন, “আপত্তি থাকলে সেনাবাহিনী কলকাতা পুলিশের সঙ্গে কথা বলতে পারত। আমার সঙ্গে কথা বলতে পারত। দুশোর মত সেনা আমাকে দেখে পালাল।“ সেনাকে নিয়ে কাজ করালে দেশটা কোথায় যাবে, এই প্রশ্নও তুলেছেন তিনি। সঙ্গে সঙ্গে এটাও পরিষ্কার করে দেন যে ভাষা আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। এবার থেকে আর শুধু শনি-রবিবার নয়, ভাষা আন্দোলনের মঞ্চ’ খোলার প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকে রাজ্যের সব ওয়ার্ডে, – ব্লকে প্রতিবাদ মিছিল হবে।





