Header AD

যোধপুরে ভয়াবহ দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা ট্রাভেলারের, মৃত ১৮

ভয়াবহ পথদুর্ঘটনা রাজস্থানের যোধপুর শহরে। একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারল একটি ট্রাভেলার গাড়ি।রবিবার সন্ধ্যেয় ভারত মালা এক্সপ্রেসওয়েতে এই ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে । গুরুতর আহত আরও ৩ জন।

রাজস্থানের পালোডির পুলিশ সুপার জানিয়েছেন , যোধপুর থেকে ২২০ কিলোমিটার দুরে কোলায়াত মন্দির দর্শন করে ছোটখাটো বাসের আকারের ট্রাভেলার গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন একদল পুণ্যার্থী। মৃতেরা যোধপুরের পালোডি এলাকারই বাসিন্দা। রবিবার সন্ধে নাগাদ ফিরতি পথে ভারত মালা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারা ট্রাভেলারটি। ধাক্কার অভিঘাতে তীব্র গতিতে আসা ট্রাভেলার গাড়িটি একেবারে দুমড়েমুচড়ে যায়। শুরুতে আহত ও নিহতদের গাড়ি থেকে বের করাও কঠিন হচ্ছিল। শেষ পর্যন্ত গ্যাস কাটার ব্যবহার করে তাঁদের গাড়ির বাইরে বের করা হয়েছে বলে খবর। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের সকলের পরিচয় স্পষ্ট হয়নি। হাসপাতালে এসে পরিস্থিতি তদারকি করছেন খোদ রাজস্থানের পুলিশ কমিশনার। পরিচয় জানামাত্র পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।