Header AD

অসুস্থ ধর্মেন্দ্রর ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস করে গ্রেপ্তার হাসপাতাল কর্মী

বিগত কয়েকদিন ধরেই অসুস্থ ধর্মেন্দ্রর ভুয়ো মৃত্যু সংবাদ ঘিরে তোলপাড় নেটপাড়া। পরবর্তীতে সেই ভুয়ো খবরে ইতি পড়ে হেমা মালিনী ও মেয়ে এষা দেওলের পোস্টের পর। এসবের মধ্যেই ধর্মেন্দ্রর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে দেখা গিয়েছে, হাসপাতালের বেডে অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছেন অভিনেতা, উদ্বিগ্ন তাঁর গোটা পরিবার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছিল দেওল পরিবারের সকল সদস্যকে। অসুস্থ বাবার পাশে দাঁড়িয়ে রয়েছেন ববি দেওল, সানি দেওল এবং তাদের সঙ্গে রয়েছেন সানির দুই পুত্র করণ দেওল ও রাজবীর দেওল। সঙ্গে ছিলেন ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌর। সকলের চোখে মুখে উদ্বেগের ছাপ – তা ভালোভাবেই বোঝা যাচ্ছে ওই ভিডিও দেখে। ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি থাকাকালীন দেওল পরিবারের একান্ত ব্যক্তিগত এক পারিবারিক মুহূর্তের এই ছবি লুকিয়ে ক্যামেরাবন্দি করেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের কর্মচারী। শুধু তাই নয়, সম্পূর্ণ বিনা অনুমতিতে তা ছড়িয়ে দেন নেট দুনিয়ায়তে। এরপরই দেওল পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়। রিপোর্ট করা হয় মুম্বই পুলিশকে। গোপনে এমন ভিডিও করার জন্য ইতিমধ্যেই ওই হাসপাতালের কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রায় সপ্তাহ খানেক আগে হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ ধর্মেন্দ্রকে। বুধবার সকালেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন কিংবদন্তি অভিনেতা। তাঁর বাড়ি ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবার থেকে অনুরাগী সকলেই। অভিনেতা হাসপাতালে ভর্তি থাকাকালীন সেখানে হঠাৎই ভিড় জমিয়েছিলেন আমজনতা থেকে পাপারাজ্জি সকলেই। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশী তৎপরতায়। এদিকে বুধবার তিনি বাড়ি ফেরার পরেই বাড়ির বাইরে ছবিশিকারিদের এমন জটলা দেখে রীতিমতো ক্ষুব্ধ হন সানি দেওল। ছবিশিকারির ভিড় দেখে চোটে গিয়ে সানি বলে ওঠেন, “আপনাদের লজ্জা করে না? আপনাদের পরিবারে সদস্যরা নেই? নির্লজ্জের মতো ছবি তুলে যাচ্ছেন? আপনাদের লজ্জা হওয়া উচিত।” সানির এই ভিডিওটিও সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।