Header AD

তদন্তের নামে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ, হুমকির অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে! বরাহনগরে চাঞ্চল্য

রক্ষকই ভক্ষকের ভূমিকায়! তদন্তের নামে অসহায় গৃহবধূকে ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণ! এই কথা কাউকে বললে হুমকির অভিযোগ উঠল এক এএসআইয়ের বিরুদ্ধে। এ নিয়ে রবিবার বরানগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। সূত্রের খবর, অভিযুক্ত পুলিশকর্মীর নাম সঞ্জীব সেন। বরাহনগর থানায় পোস্টিং থাকাকালীন তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ। বর্তমানে তিনি পুরুলিয়া পুলিশ লাইনে পোস্টেড।

বরাহনগরের ওই গৃহবধূর অভিযোগ, ২০১৮ সালের ১০ আগস্ট বরাহনগর থানায় স্বামীর বিরুদ্ধে বধূনির্যাতনের অভিযোগ করতে গিয়েছিলেন তিনি। তখন সেই থানায় এএসআই সঞ্জীব সেন লিখিত অভিযোগ নেন। এরপরই তদন্তের নামে একাধিকবার গৃহবধূকে ফোন করেন সঞ্জীব।  তদন্তের নামে বেশ কয়েকবার তাঁর বাড়িতেও  যান। গৃহবধূর অভিযোগ, এমনই একদিন বাড়িতে গিয়ে নেশার সামগ্রী মেশানো ঠান্ডা পানীয় খেতে বাধ্য করান তিনি। এতে গৃহবধূ অচেতন হয়ে যান। পরে জ্ঞান ফিরে দেখেন তিনি বিবস্ত্র। সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে তাঁকে একাধিকবার একাধিক হোটেলে নিয়ে গিয়ে সঞ্জীব ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ। এমনকি সন্তানসম্ভবা হয়ে পড়লে তাঁকে জোর করে গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ। পাশাপাশি স্বামীকে মাদক কেসে ফাঁসানো-সহ তাঁর নাবালিকা মেয়েকে অপহরণের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন গৃহবধূ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে এর আগেও এই ধরনের অভিযোগ উঠেছে। বিভাগীয় তদন্তের পর পদক্ষেপও নেওয়া হয়েছে। এই অভিযোগও খতিয়ে দেখে শুরু হয়েছে তদন্ত। যদিও সঞ্জীব সেন জানিয়েছেন, “ভিত্তিহীন অভিযোগ। নিশ্চই পরিকল্পিত কোনও ষড়যন্ত্র হচ্ছে। বরাহনগর থানা থেকে বহু আগেই চলে এসেছি। এখন কেন এমন অভিযোগ করা হচ্ছে জানি না।”