Header AD

কলকাতার বাউন্সারদের হায়দরাবাদের বলে বেকায়দায় হুমায়ুন! বৃহত্তর ষড়যন্ত্রের দাবি সাসপেন্ড বিধায়কের

বুধবারই জানা গিয়েছিল সৌদি আরবের নাম করে রাজ্যেরই দুই ইমামকে দিয়ে ‘বাবরি’ মসজিদের শিলান্যাস অনুষ্ঠান করিয়েছেন তৃণমূলের সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবীর । একদিন যেতে না যেতেই ফের বিতর্কে ভরতপুরের বিধায়ক হুমায়ুন (Humayun Kabir) ।এবার প্রকাশ্যে এল নতুন তথ্য। জানা যাচ্ছে, হায়দরাবাদ থেকে যে ৮ জন বাউন্সার এসেছে বলে জানানো হয়েছিল, আদতে নাকি তারা কলকাতার! বিষয়টা প্রকাশ্যে আসতেই চারিদিকে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। গোটা ঘটনায় বেকায়দা পড়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিধায়ক। তাঁর দাবি, ষড়যন্ত্র চলছে। তিনি নাকি ফের প্রতারিত হয়েছেন!

উল্লেখ্য তৃণমূল সাসপেন্ড করার পর থেকেই বারবার প্রাণনাশের আশঙ্কার কথা শুনিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সেই কারণে নাকি আগামী তিনমাসের জন্য হেলিকপ্টার ভাড়া করেছেন তিনি। আপাতত আকাশপথের ঘোরাফেরার পরিকল্পনা তাঁর। একই সঙ্গে বিধায়ক জানিয়েছিলেন, তাঁর নিরাপত্তায় এক শিল্পপতি ৮ জন হায়দরাবাদি বাউন্সার পাঠাচ্ছেন, যারা সর্বদা তাঁর সঙ্গে থাকবে। সেই মতোই দিন কয়েক আগে হুমায়ুনের পাশে দেখা যায় কয়েকজন বাউন্সারকে। ঘোষণার কয়েকদিনের মধ্যেই পর্দাফাঁস।ঝুলি থেকে বেরিয়ে এল মিথ্যার বেড়াল।বুধবার রাতে জানা যায়, এই আটজন বাউন্সার নাকি কলকাতার! বিষয়টা প্রকাশ্যে আসতেই বেকায়দায় পড়েছেন হুমায়ুন।পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় বেজায় চটেছেন । শোনা যাচ্ছে, বাউন্সাররা কলকাতার জানামাত্রই নাকি তাঁদের কাজ থেকে অব্যাহতি দিয়েছেন তিনি।

এরপর নিজেকে বাঁচাতে হুমায়ুন জানিয়েছেন, তিনি হায়দরাবাদের সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাঁরা জানান, বাউন্সাররা নথির সমস্যার কারণে বিমানবন্দরে আটকে। সেইসঙ্গে গোটা বিষয়টাই চক্রান্ত বলে দাবি হুমায়ুনের। তাঁর কথায়, “এত বৃহত্তর চক্রান্ত চলছে যে আমি খেই হারিয়ে ফেলছি। যাঁদের হায়দরাবাদি বলে জানতাম, পরে জানলাম তাঁরা সকলেই কলকাতার।”