Header AD

‘আমার বউ নেই, একটা বান্ধবী থাকতে পারে না!’ অর্পিতা ইস্যুতে সদর্পে ঘোষণা পার্থর

অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)প্রেম! গত সাড়ে তিনবছরে তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে রাজ্যে। তবে তাঁরা প্রেমিক-প্রেমিকা, নাকি কাকা-ভাইঝি না মামা-ভাগ্নি, তা আজও কার্যত রহস্য। এবার সেই রহস্যের পর্দাফাঁস হল খোদ পার্থর বয়ানে। জেলমুক্তির পর অবশেষে অর্পিতা প্রসঙ্গে মুখ খুললেন তিনি । সদর্পে অর্পিতাকে বান্ধবী বলে ঘোষণা করলেন। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পার্থর বক্তব্য, “লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বউ নেই, আমার বান্ধবী থাকতে পারে না!”

২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় একইদিনে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। অর্পিতার খাটের নীচ থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা, গয়না। তারপরই প্রকাশ্যে আসে পার্থ-অর্পিতার সম্পর্কের কথা। যদিও পার্থ বরাবর দাবি করেন, অর্পিতাকে তিনি চিনতেন না। এদিকে অর্পিতা প্রকাশ্যে পার্থকে কখনও মামা কখনও কাকা বলে দাবি করেছিলেন। এমনকি এও বলেছিলেন, তাঁর খাটের নিচে পাওয়া টাকা পার্থর। তবে ভয়ে তিনি মুখ খুলতে পারেননি। পরবর্তীতে জানা যায়, মা হতে চেয়েছিলেন লাস্যময়ী অর্পিতা। সন্তান দত্তক নেওয়ায় আপত্তি ছিল না পার্থর। জানা যায়, আবেদনও করেছিলেন তাঁরা। আদালতে ভারচুয়াল শুনানির মাঝে পার্থ-অর্পিতার চোখের ভাষা বুঝিয়ে দিয়েছিল আদতে তাঁদের সম্পর্কটা ঠিক কী! পরবর্তীতে তা নিয়ে বিস্তর কাটাছেঁড়াও হয়েছে। সেই সব রহস্যেই যেন এবার যবনিকা পাত হল। বুধবার সংবাদমাধ্যমকে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, “যাঁরা আমাদের হাঁটুর বয়সী বলে বিদ্রুপ করেছেন, তাঁদের প্রতি সহানুভূতি রইল।”