Header AD

নিজের সীমা বুঝেই কথা বলেছি, শুভশ্রীর ‘ভীষণ অসম্মানজনক’ প্রতিক্রিয়ার পালটা দেব

রিল ও রিয়েল লাইফে ‘ধূমকেতু’ ছবি নিয়ে চর্চা অব্যাহত। বক্স অফিসে কামাল করে দেখিয়েছে দেব-শুভশ্রী জুটি। ওদিকে সিনেমা দৌড়চ্ছে, এদিকে নায়ক-নায়িকার মধ্যে ক্রমশ ব্যবধান বাড়ছে। কখনও সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পালটা জবাব দিচ্ছেন দেব। একটি সাক্ষাৎকারে দেবের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের শুরু। তাঁর মন্তব্যের সারমর্ম করলে দাঁড়ায়, দুই সন্তানের মা হওয়ায় শুভশ্রী সারল্য হারিয়েছেন! নেট পাড়ায় হইচই শুরু হয়। এই বিতর্কে ঘৃতাহুতি দেয় শুভশ্রীর মন্তব্য। তিনি বলেন, “দেবের মন্তব্য ভীষণ অসম্মানজনক।”   

সেই প্রেক্ষিতেই এক সাক্ষাৎকারে নিজের মতামত জানালেন টলিউড সুপারস্টার। শুভশ্রীর উদ্দেশে দেব বলেন, “যত বেশি ভালোবাসা, তত অভিমান। আমার মনে হয়, শুভশ্রী যে মন্তব্যটা করেছে, সেটা ভালোবাসা থেকেই করেছে। নইলে এক ঘণ্টার সাক্ষাৎকারে সে আমাকে নিয়েই বলেছে, বা এক ঘন্টা আমাকে নিয়েই নষ্ট করেছে, এটা তো ভালোবাসা থাকলেই সম্ভব। শুভশ্রী শুধু একটা লাইনকেই ধরেছে। কিন্তু প্রথম থেকে ‘ধূমকেতু’র জন্য যত সাক্ষাৎকার দিয়েছি, সব ক’টাতেই বলেছি, ও যেভাবে সংসার এবং কাজ ব্যালেন্স করছে, সেটা অত্যন্ত প্রশংসনীয়।“ এরপর যে মন্তব্য নিয়ে বিতর্কের শুরু সেই অংশ নিয়েও মুখ খোলেন  ‘ধূমকেতু’র ভানু। দেবের ব্যাখ্যা, “ আমি কখনও বলিনি, দু বাচ্চার মা হয়েছে বলে শুভশ্রীর সারল্য চলে গিয়েছে। সেভাবে দেখতে গেলে তো, আমি সোহিনী সরকারকে ওর বিয়ের পরেই ‘রঘু ডাকাত’-এ কাস্ট করেছি, বরখার মেয়েও যথেষ্ট বড়। ওকেও তো ‘খাদান’-এ নিয়েছি।  যেভাবে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, সেটায় কোথাও মনে হচ্ছে ভিক্টিম কার্ড খেলা হচ্ছে। ১৪ বছর আগেও বিভিন্ন জায়গায় ও যখন বলেছে, ‘বাথরুমে কেঁদেছি’, সেই সময়ও কিছু বলিনি। সব সহ্য করেছি। এটাই তো সম্মান দেওয়া। আমি যদি আজ দুটো কথা ওকে নিয়ে বলি তাহলে ওর খারাপ লাগবে। ওর সম্মানটা কোথাও আমারই সম্মান। শুভশ্রীর যাতে কোথাও সম্মানহানি না হয় সেই চেষ্টা করেছি।  নিজের সীমা বুঝেই কথা বলেছি।”