বাংলাদেশ অশান্তির আগুন থেকে রেহাই পাচ্ছে না সাংস্কৃতিক জগতও। সে দেশের রক ব্যান্ডের জনপ্রিয় তারকা জেমসের অনুষ্ঠান পন্ড হয়ে গেল। ফরিদপুর জেলা বিদ্যালযের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল জেমসের ব্যান্ডের অনুষ্ঠান। অশান্তির জেরে আয়োজক ও ছাত্র মিলিয়ে প্রায় ৩০ জন আহত হয়েছেন। আয়োজকদের দাবি যারা অশান্তি সৃষ্টি করেছেন যারা অশান্তির সৃষ্টি করেছেন, তারা বহিরাগত। আয়োজকদের দাবি, স্কুলের এই বার্ষিক অনুষ্ঠানে বহিরাগতদের কোন প্রবেশাধিকার ছিল না। শুধুমাত্র বর্তমান পড়ুয়া প্রাক্তনীরাই এই অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু জেমসের অনুষ্ঠান শুনতে স্কুলের বাইরে প্রচুর জনতা ভিড় করে। ঢুকতে বাধা পেয়েই তারা ঝামেলা শুরু করে। এ ওয়াল টপকে ভেতরে ঢোকানোর চেষ্টা করে অনেকে। ছুড়তে শুরু করে ইটপাটকেল। এভাবেই ৩০ জন আহত হন। আয়োজকরা আর ঝুঁকি নেননি। দ্রুত জেমস ও তাঁর দলের সদস্যরা ঘটনাস্থল ছাড়েন। হামলাকারীরা জামাত সমর্থক বলে দাবি করেছেন আয়োজকরা। উল্লেখ্য গত বছর জুলাইয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে শুরু হওয়া শেখ হাসিনা বিরোধী কবে স্বামীর হয়েছিলেন জেমসও। এবার বদলে যাওয়া বাংলাদেশে তাঁর অনুষ্ঠানও বিক্ষোভের মুখে পড়ল।প্রসঙ্গত, বাংলাদেশের পাশাপাশি এদেশেও প্রবল জনপ্রিয় জেমস। তিনি নগর বাউল ব্যান্ডের ( পূর্বতন ফিলিংস) প্রধান গায়ক, গীতিকার ও গিটারিস্ট। গ্যাংস্টার, ও লমহে, লাইফ ইন এ মেট্রো ছবিতে তাঁর গান এদেশে অসম্ভব জনপ্রিয় হয়েছিল।





