মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ (Katrina kaif) ! সূত্রের খবর, আগামী অক্টোবর বা নভেম্বর মাসে ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। যদিও আগে একাধিকবার ক্যাটরিনার (Katrina) মা হওয়ার ভুয়ো খবর ছড়িয়েছে। পাপারাৎজিদের লেন্সে এক্টু অন্যরকম ছবি ধরা পড়লেই ক্যাটের ভক্তমহলে গুঞ্জন শুরু হতো। তবে এবার মনে হচ্ছে খবরটা সত্যি। নায়িকার ঘনিষ্ঠ সূত্রে তেমনই ইঙ্গিত মিলছে। যদিও ভিকি- ক্যাট এ নিয়ে প্রকাশ্যে এখনও কিছু বলেননি। বরং উল্টোটাই ঘটেছে। সম্প্রতি, ‘ব্যাড নিউজ়’ ছবির প্রচারে ভিকিকে এই গুঞ্জন প্রসঙ্গে প্রশ্ন করা হয়। অভিনেতা বলেন, “সুখবর প্রসঙ্গে বলি, আমরা আপনাদের সঙ্গে ওই আনন্দ ভাগ করে নিতে পারলে খুবই খুশি হব। আপাতত, এমন কোনও ঘটনা ঘটেনি। আপাতত ‘ব্যাড নিউ়জ়’ উপভোগ করুন, সুখবর এলে নিশ্চয়ই ভাগ করে নেব।”
বেশ কয়েক মাস ধরেই জল্পনা, মা হতে চলেছেন ভিকি ঘরণী। সম্প্রতি ঘনিষ্ঠ সূত্র সেই জল্পনা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগামী অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ প্রথম সন্তান আসতে পারে ‘ভিক্যাট’ ( দম্পতিকে এই নামেই ডাকেন অনুরাগীরা) -এর ঘরে। যদিও এই প্রসঙ্গে বরাবরই মুখে কুলুপ এঁটেই ছিলেন অভিনেতা দম্পতি। ফলে বিগত কয়েক মাস ধরে ক্যাটের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা বেড়েছে। বেশ কিছুদিন যাবত তাঁকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। মা হওয়া নিয়ে সাবধানতা বজায় রাখছেন অভিনেত্রী, এমনটাই সূত্রের খবর। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের পথে হেঁটে সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন ছুটিও নেবেন অভিনেত্রী। সন্তানের সঙ্গে থেকে তার দেখাশোনা করবেন বলেই ঠিক করেছেন, এমনই খবর সূত্রের। ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে সারেন ভিক্যাট (Vkat) । অনুরাগীরা আপাতত দম্পতির মুখ থেকে সুখবর পাওয়ার অপেক্ষায়।





