অপেক্ষার অবসান! মা হলেন ক্যাটরিনা কাইফ। বলিউডের অন্যতম প্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা – ভিকি কৌশল পুত্র সন্তানের মা-বাবা হলেন। তাঁদের জীবনের এক নতুন এবং সুন্দরতম অধ্যায়ের সূচনা হল। তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়েছেন সহকর্মী থেকে অনুরাগী সকলেই।
গত সেপ্টেম্বরেই তারকা জুটি তাঁদের প্রথম সন্তানের আগমনের সুখবর নিজেদের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন। সেখানে এই দম্পতি লিখেছিলেন, ‘আমাদের জীবন যাত্রার সেরা অধ্যায় শুরু করতে চলেছি, হৃদয়ে অপার আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে।“ সেই ঘোষণার পর থেকেই নেটিজেন ও অনুরাগীদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। এবার নবজাতকের জন্মের খবর সামনে আসতেই শুভেচ্ছায় ভাসছেন ভিক্যাট।
প্রসঙ্গত, ৬ অক্টোবর, অর্থাৎ কোজাগরী লক্ষ্মীপুজোয় এক ঘরোয়া সাধের বা বেবি শাওয়ারের অনুষ্ঠানের ছবিও ক্যাটরিনা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। যেখানে শুধুমাত্র তাঁদের নিকটাত্মীয় এবং খুব কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। তারকাখচিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের বদলে ঘরোয়া পরিবেশে প্রিয়জনদের আশীর্বাদ নিয়ে ক্যাটরিনা মাতৃত্বের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চেয়েছিলেন।সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই প্রহর গোনা শুরু হয়ে যায়।





