Header AD

কলকাতা বইমেলা শুরু আগামী বছর ২২ জানুয়ারি, থিম কান্ট্রি আর্জেন্টিনা

৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বই মেলা শুরু হবে আগামী বছর ২২ জানুয়ারি। সোমবার শহরের পাঁচতারা হোটেলে এই ঘোষণা করল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও সল্টলেক‌ করুণাময়ীর মেলা প্রাঙ্গণেই হবে বইমেলা। থিম কান্ট্রি আর্জেন্টিনা। উল্লেখ্য, এবার থাকছে না, বাংলাদেশ প্যাভিলিয়ন। মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলারস গিল্ড-এর সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশুশেখর দে। ছিলেন কলকাতার আর্জেন্টিনা দূতাবাসের দুই প্রতিনিধি। সকলের সামনেই এদিন আগামী বইমেলার লোগো উদ্বোধন হল। ফুটবলের সূত্রে আর্জেন্টিনার সঙ্গে বাংলার সুসম্পর্কের কথা উল্লেখ করেন ত্রিদিব এবং সুধাংশু। কাকতালীয়ভাবে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি আগামী ডিসেম্বরে ভারত সফরে আসছেন। আসবেন বাংলাতেও। বইমেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার সাংবাদিক বৈঠকে গিল্ডের তরফে জানানো হয়, ২০২৬ সালের বইমেলায় অংশ নেবে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কলম্বিয়া, স্পেন, পেরু, জাপান, থাইল্যান্ড এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ। এছাড়াও বিভিন্ন প্রদেশের বহু প্রকাশনা সংস্থাও থাকবে। প্রায় ১ হাজারের কাছাকাছি স্টল থাকবে ২০২৬ সালের বইমেলায়। পাশাপাশি জানানো হয়েছে, পরিবহনে মেট্রো এবার যুগান্তকারী ভূমিকা নেবে। বেশ কয়েকটি নতুন লাইন চালু হওয়ার ফলে সল্ট লেকে যাওয়া সহজ হয়েছে। আরও বেশি মানুষ এবার বইমেলায় আসবেন। আগামী বছরের বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল যা অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ জানুয়ারি। গিল্ডের কর্মকর্তারা জানান, ২০২৫ সালের বইমেলায় এসেছিলেন প্রায় ২৭ লক্ষ বইপ্রেমী। পাশাপাশি বই বিক্রির পরিমাণ ছিল ২৩ কোটি টাকা।

২০২৭ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলার সুবর্ণজয়ন্তী বর্ষ। ৫০তম বছরে বিশেষ পরিকল্পনা রয়েছে গিল্ডের। তার মধ্যে অন্যতম হল বইমেলার প্রথম কুড়ি বছরে (১৯৭৬-১৯৯৬) তোলা ছবি প্রদর্শনী এবং প্রতিযোগিতা।