Header AD

উৎসব শেষে ডেঙ্গু মোকাবিলায় নজর দিচ্ছে কলকাতা পুরসভা

দুর্গাপুজো শেষ। দক্ষিনবঙ্গে বৃষ্টিও অনেকটা কমেছে। আর এই সময়টায় মাথাচাড়া দিয়ে ওঠে ডেঙ্গু। যদিও এখনও পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ শহরে দেখা যায়নি। তবু আগেভাগেই সতর্ক কলকাতা পুরসভা। সম্প্রতি ঘাট পরিদর্শনে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। বিসর্জনের পাশাপাশি গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ ও ঘাট সাফাইকার্য সংক্রান্ত নানা বিষয় সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিয়েছেন তিনি।ডেঙ্গু মোকাবিলায় কলকাতা পুরসভা যে আগাম প্রস্তুতি সেরে রেখেছে তা মেয়রের কথাতেই স্পষ্ট। ফিরহাদ বলেন, “ডেঙ্গু মোকাবিলা করতে পুরসভা কাজ করছে। বৃষ্টির পরে ডেঙ্গু আক্রান্ত ঘটনার কথা বেশি শোনা যায়। তাই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।“বিক্ষিপ্ত বৃষ্টির জেরে পুজোয় রাস্তা মেরামতের কাজ ঠিকভাবে করতে পারেনি পুরসভা। পুজো মিতে যাওয়ার পরে মণ্ডপ খুলে ফেললেও রাস্তায় গর্ত থেকে যায়। এই গর্তগুলি বিপজ্জনক হয়ে ওঠে পথচারীদের কাছে। এবার এই বিষয়টায় বাড়তি নজর দিচ্ছে পুরসভা। মণ্ডপ খোলার পরই রাস্তার গর্ত বোঝানোর কাজও দ্রুত করা হবে বলে জানিয়েছেন মেয়র। সম্প্রতি ঘাট পরিদর্শনে গিয়ে মেয়র স্থানীয় বাসিন্দা ও পূজারীদের সঙ্গে কথা বলেন। তাঁদের সমস্যার কথা শোনেন। প্রতিমা নিরঞ্জন সম্পূর্ণ হয়ে গেলে রাস্তা সারাইয়ের কাজ পুরদমে চলবে। মণ্ডপ খোলার কাজ কেমন চলছে, তাও খতিয়ে দেখেন মেয়র। এদিন মেয়র বলেন, “প্রতিমা নিরঞ্জনের কাজ ঠিকভাবে চলছে। জলে প্রতিমা বির্সজনের সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হচ্ছে। ঘাটেও সাফাইকর্মীরা কাজ করছেন। এদিকে উৎসবের মরশুমে বৃষ্টিতে মণ্ডপে, বাড়িতে জল জমার সম্ভাবনা থাকে। জমা জল ডেঙ্গু মশার নিরাপদ আশ্রয়। ফলে কোথায় কোথায় এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”