Header AD

গণপতি পুজোয় লক্ষ লক্ষ টাকা চাঁদা, বানভাসি পাঞ্জাবের বেলায় লবডঙ্কা ! নেটপাড়ায় প্রবল কটাক্ষের মুখে আমিতাভ বচ্চন

মুম্বইয়ের দাদারে গণেশ চতুর্থী থেকে দশ দিন  লালবাগের পুজো দেখতে প্রচুর দর্শনার্থী ভিড় করেন। আর তাতে প্রত্যেকবার বাড়তি মাত্রা যোগ করে সপরিবারে অমিতাভ বচ্চনের উপস্থিতি। পুজোমণ্ডপে কোনও না কোনও দিন গণেশ আরাধনায় দেখা যায় শাহেনশাকে।  চলতি বছর  অবশ্য সেই রুটিনে ছেদ পড়েছে। সম্ভবত বার্ধক্যজনিত কারণেই ‘লালবাগচা রাজা’র দর্শনে এবার যাননি অমিতাভ । উপস্থিত না থাকলেও এবারের পুজোর জন্য ১১ লক্ষ টাকা চাঁদা দিয়েছেন তিনি, এমনই খবর। লালবাগচা রাজা সর্বজনিন গণেশোৎসব মন্ডলের সচিব সুধীর সালভির হাতে বিগ বি’র টিমের পক্ষ থেকে ১১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। সমাজমাধ্যমে সেই  ভিডিও ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পড়তে হল অমিতাভকে।

পুজোয় চাঁদা দিয়ে কেন সমালোচনায় বিদ্ধ হতে হল ভারতীয় সিনেমার মেগাস্টারকে ? আসলে বিগ বি’র কর্তব্যবোধ নিয়ে  প্রশ্ন উঠেছে। গণেশ পুজোয় এত টাকা চাঁদা দিলেও সম্প্রতি বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের মানুষদের জন্য কোনরকম আর্থিক সাহায্য করেননি তিনি। আর তাতেই  অসন্তুষ্ট নেটপাড়া। কর্তব্যবোধের পাঠ দিতেই বিগ বি’কে বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের কথা মনে করিয়ে দিয়েছেন অনেকে।

বিগত তিন দশকেরও বেশি সময়ের  মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার অতিভারী বৃষ্টির জেরে জলের নীচে চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি এতটাই গুরুতর যে, পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে আপ সরকার। দিনরাত এক করে উদ্ধারকার্য চালাচ্ছে  সেনাবাহিনী। তারকামহলের অনেকেই পাঞ্জাবের জন্য উদ্বেগপ্রকাশ করে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। অথচ এ ব্যাপারে স্পিকটি নট  অমিতাভ। এই আবহে লালবাগের পুজোয় তাঁর ১১ লক্ষ টাকা চাঁদা দেওয়াটা সমাজমাধ্যমে অনেকেই ভালোভাবে  নেননি। কেউ লিখেছেন, ‘পাঞ্জাবের কয়েকটা পরিবার দত্তক নিতেন এই কঠিন সময়ে, তাহলেই তো গণপতির সেবা হত।’ একজনের কটাক্ষ, ‘লালবাগের পুজোয় ১১ লক্ষ টাকা চাঁদা দিচ্ছেন, আর বানভাসি পাঞ্জাবের বেলায় লবডঙ্কা। আবার কারও পরামর্শ, ‘এই টাকাটা তো পাঞ্জাবের মানুষের সাহায্যার্থেও  দিতে পারতেন, অন্তত কটা মানুষ খেতে পারত।’