Header AD

পুজোয় আসছে ছোট্ট ব্যোমকেশ

একটা সময় ছিল যখন নিয়ম করে একই সময় মুক্তি পেত ফেলুদা (Feluda) আর ব্যোমকেশের (Byomkesh) ছবি। গত কয়েক বছর সেই নিয়মে কিছুটা বদল এসেছিল। এবার বড়পর্দায় না হলেও ছোট পর্দায় সেই আমেজ ফিরছে। পুজোতেই মুক্তি পাচ্ছে ‘ছোট্ট ব্যোমকেশ’ (Chotto Byomkesh) সিরিজ আকারে। বড় গোয়েন্দার খুদে সংস্করণ। আধুনিক সময়ে এক ক্ষুরধার বালকের অনুসন্ধিৎসু মন নিয়ে ছবিটি তৈরি করেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee)।

 ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছে আরুষ দে। তার সহকারী অজিতের চরিত্রে দেখা যাবে ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়। আর তাদের শিক্ষক রথীন স্যরের ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত দাস। ব্যোমকেশের মা সুলোচনার চরিত্রে প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) এবং বাবা সায়নদীপের চরিত্রে রয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত। নির্মাতাদের আশা সকলের ভাল লাগবে এই সিরিজ।