কলকাতা পুলিশে বড়সড় বদলির নির্দেশ। ইন্সপেক্টর পদমর্যাদার ২১ জন অফিসারকে বদল করল লালাবাজার। শহরের বিভিন্ন থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও দৃঢ় করা, প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং প্রতিটি থানায় অভিজ্ঞ আধিকারিকদের সমন্বয় স্থাপন করার লক্ষ্যেই একযোগে ইন্সপেক্টর পদমর্যাদার ২১ জন অফিসারকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে বলে পুলিশ শীর্ষমহল সূত্রে জানা গিয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মানিকতলা থানার অতিরিক্ত ওসি বীরেশ্বর রায়কে তালতলা থানার ওসি করা হয়েছে। সিঁথি থানার অতিরিক্ত ওসি মণীশ মজুমদার হলেন উল্টোডাঙা থানার ওসি। টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি রাজীব চট্টোপাধ্যায়কেও উন্নীত করে সেই থানারই ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে।
বাঁশদ্রোণী থানার অতিরিক্ত ওসি বিপুল বিশ্বাসকে পাঠানো হয়েছে ট্যাংরা থানার নতুন ওসি হিসেবে। মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি আশিস বসুকে করা হয়েছে উত্তর বন্দর থানার ওসি। অন্যদিকে ট্যাংরা থানার অতিরিক্ত ওসি রাজীব সরকার দায়িত্ব নেবেন মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি হিসেবে। তালতলা থানার অতিরিক্ত ওসি প্রশান্তকুমার দাসকে পাঠানো হয়েছে পর্ণশ্রী থানায় অতিরিক্ত ওসি হিসেবে। বাঁশদ্রোণী থানার নতুন অতিরিক্ত ওসি হলেন দীপক মণ্ডল। প্রশান্তকুমার ঘোষ দায়িত্ব নেবেন ট্যাংরা থানার অতিরিক্ত ওসি হিসেবে। সাগর মুখোপাধ্যায় যোগ দেবেন টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি পদে। মৃন্ময় মজুমদার হলেন উল্টোডাঙা থানার নতুন অতিরিক্ত ওসি। সিঁথি থানার অতিরিক্ত ওসি পদে নিয়োগ পেয়েছেন সুবীর সাহা। পর্ণশ্রী থানার অতিরিক্ত ওসি প্রসেনজিৎ ধরকে পাঠানো হয়েছে মানিকতলা থানায়। রাজনৈতিক চাপ, অপরাধ বৃদ্ধি বা বিশেষ প্রশাসনিক পরিস্থিতির জন্য এই রদবদল হয়নি। নিয়মিত পর্যবেক্ষণের ভিত্তিতে কোন থানায় কোন অফিসার সবচেয়ে বেশি কার্যকর হবেন, তার ওপরই নির্ভর করে এই বদলি করা হয়েছে। পুলিশের মতে, এই সিদ্ধান্তের ফলে কলকাতার থানাগুলোর প্রশাসন আরও গতিময়, কার্যকর এবং সমন্বিত হবে।





