Header AD

মোহালির অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২, জখম একাধিক





বুধবার সকালে মোহালি শহরের ফেজ় ৯-এর শিল্প এলাকায় একটি অক্সিজেন প্লান্ট ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল । শেষ পাওয়া খবর অনুযায়ী,ঘটনায় দুই জনের দেহ উদ্ধার হয়েছে। জখম আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে মোহালি শহরের ফেজ় ৯-এর একটি অক্সিজেন সিলিন্ডার প্ল্যান্টে বিস্ফোরণ হয়। প্রচন্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহকুমাশাসক, মোহালি পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারা। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। সেখানে পৌঁছোয় আপৎকালীন মেডিক্যাল দলও। আহতদের দ্রুত উদ্ধার করে মোহালির সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

মোহালি পুলিশের ডেপুটি কমিশনার এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, বুধবার সকালে ফেজ় ৯-এ অবস্থিত শিল্পাঞ্চলের একটি অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের খবর পাওয়া যায়। মেডিক্যাল দল, পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোন। উদ্ধার অভিযান চলছে। গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেজ় ৬-এর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও বোঝা যায়নি। তবে আরও বিশদে তদন্ত চলছে। মোহালির সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) দমনদীপ কৌর জানিয়েছেন এদিন সকাল ৯টার দিকে বিস্ফোরণটি ঘটে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একটি অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণের ফলেই হয়েছে।

প্রসঙ্গত, এই বছরের শুরুর দিকে একই ধরণের একটি ঘটনায়, অমৃতসর জেলার নৌশেরা গ্রামের কাছে একটি বিস্ফোরণে একজন নিহত হন।