শহর কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! বৃহস্পতিবার সকালে লালবাজারের কাছে আর এন মুখার্জি রোডের একটি গুদামে বিধ্বংসী আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ছটি ইঞ্জিন । দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। গোটা এলাকা কালো ধোঁয়ার আস্তরণে ঢেকে গিয়েছে। শুধু তাই নয় আগুনের উৎসে পৌঁছতে দমকল আধিকারিকরা রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়ছেন। মুখে মাস্ক পরে ধোঁয়া বের করার কাজ করছেন দমকল কর্মীরা। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে আপাতভাবে দমকল বাহিনী-র অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে ।
স্থানীয় সুত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিবাদী বাগ এবং ধর্মতলার সংযোগকারী আরএন মুখার্জি রোডের একটি গুদামে আগুন লেগে যায়। তিনতলা একটি বহুতলের একতলায় গুদামটি অবস্থিত। আচমকা সকালে সেখান থেকেই কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি অনবরত কালো ধোঁয়ার ফলে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল তাঁদের । তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।
সূত্রের খবর, গাড়ির যন্ত্রাংশ মজুত করা ছিল গুদামটিতে। এছাড়াও, দমকল আধিকারিকেরা জানান একাধিক দাহ্য পদার্থ মজুত ছিল গুদামটিতে। যার কারণে আগুন মুহূর্তে ছড়িয়ে পরে ভয়ংকর রূপ নেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঝাঁঝালো গন্ধে ভরে যায় এলাকা।
লালবাজারের কাছে রয়েছে একাধিক অফিস। বহু মানুষ এই সময় লালবাজার সংলগ্ন পথ ধরে অফিস যান। স্বাভাবিকভাবেই অফিস টাইমে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। গুদামের জানলার কাচ ভেঙে ভিতর থেকে ধোঁয়া বার করার চেষ্টা করা হচ্ছে। তবে গুদামের ভিতরে কেউ আটকে ছিলেন কি না, তা এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।




