Header AD

১৪ বছর পর ভারতে মেসি, খেলবেন কলকাতায়

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ১৪ বছর পর আবার ভারতে আসছেন। শুধু তাই নয়, কলকাতায় একটি প্রদর্শনী ম্যাচেও অংশ নেওয়ার কথা আর্জেন্টিনীয় কিংবদন্তির। মেসির ভারত সফরের সূচি প্রায় চূড়ান্ত। কলকাতা ছাড়া দিল্লি, মুম্বই ও আহমেদাবাদেও যাওয়ার কথা তাঁর। এদেশে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তাঁর।

পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর তিনি কলকাতা আসবেন। ১৩ ডিসেম্বর সকাল ৯টায় কলকাতার লেকটাউন এলাকার শ্রীভূমিতে মেসির ৭০ ফুট উঁচু একটিমূর্তির উন্মোচন করা হবে। এরপর দুপুর ১২টা থেকে ১.৩০টা পর্যন্ত ইডেন গার্ডেন্সে জিওএটি কাপ ইভেন্টে অংশ নেবেন তিনি।
সূত্রের খবর, ইডেনে একটি বিশেষ সফট টাচ ও সফট বল ম্যাচে মেসি অংশ নেবেন। এই ম্যাচে তাঁর সঙ্গে সৌরভ গাঙ্গুলি, লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম এবং বাইচুং ভুটিয়ার মতো তারকারা খেলবেন।ইভেন্টের টিকিটের সর্বনিম্ন মূল্য ৩,৫০০ টাকা রাখা হচ্ছে। আশা করা যায়, ৬৮,০০০ দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন ইডেন সেদিন কানায় কানায় পূর্ণ থাকবে। মেসি প্রায় ১ ঘন্টা ২০ মিনিট ইডেনে থাকবেন।১৫ ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করবেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামও মেসির একটি অনুষ্ঠানের জন্য বুক করা হয়েছে বলে খবর।