অনুষ্ঠান করতে সিঙ্গাপুরে (Singapore) গিয়েছিলেন অসমের সঙ্গীতশিল্পী জুবিন গর্গ (Zubeen Garg)। অনুষ্ঠান হয়ে যাওয়ার পর তিনি অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিতে গিয়েছিলেন। জানা যাচ্ছে, শুক্রবার স্কুবা ডাইভিং করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ‘ইয়া আলি’ খ্যাত গায়ক। অনেকটা সময় অচৈতন্য অবস্থাতেই সমুদ্রের জলে ভেসেছিলেন। খবর পেয়েই, সিঙ্গাপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমুদ্র থেকে উদ্ধার করে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও হল না শেষরক্ষা। আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল গায়ককে। সেখানেই চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন ৫২ বছরের শিল্পী। ফিরিয়ে আনেন বছর কয়েক আগে কেকে’র আকস্মিক মৃত্যুর স্মৃতি। প্রসঙ্গত, বছর তিনেক আগে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল জুবিনের বোন জংকী বরঠাকুরের।
সিঙ্গাপুর সংবাদমাধ্যম সূত্রে খবর, নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে (North East India Festival) পারফর্ম করতে গিয়েছিলেন জুবিন (Zubeen)। অনুষ্ঠানের পর একটা খেলায় অংশ নিতে গিয়ে বৃহস্পতিবার রাত ১২-৩০ -১ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বছরখানেক ধরেই শরীর ভালো যাচ্ছিল না প্রয়াত গায়কের। ইদানীং মদ্যপানের মাত্রা অনেকটাই বাড়িয়ে দিয়েছিলেন তিনি, যার জেরে বেশ কয়েকটি অনুষ্ঠানও বাতিল হয়েছিল বলে জুবিন ঘনিষ্ট সূত্রে খবর। গত মে মাসেও একবার গুরুতর অসুস্থ হয়েছিলেন জুবিন। তখনও তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। সে যাত্রায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন গায়ক। এবার আর তা হল না।
জন্মসূত্রে অসমের হলেও বলিউড থেকে টলিউড সর্বত্র বেশ জনপ্রিয় জুবিন। অসমিয়া ছবিতে গানের পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। অনুরাগ বসুর (Anurag Basu) ‘গ্যাংস্টার’ ছবিতে গিটার বাজিয়ে তাঁর কণ্ঠে ‘ইয়া আলি’ গান দুলিয়ে দিয়েছিল আসমুদ্রহিমাচল। এছাড়া তাঁর কণ্ঠে জনপ্রিয় হয়েছে ‘দিল তু হি বাতা’ (কৃষ থ্রি), ‘ ঝুম বরাবর ঝুম’ (ঝুম বরাবর ঝুম), ‘দর্দে দিল’ (গুড বয় ব্যাড বয়), ‘ তেরি তামান্না’ ( দ্য ট্রেন) সহ অসংখ্য গান। তাঁর গানে লিপ দিয়েছেন অমিতাভ বচ্চন (Amitav Bachchan) , হৃতিক রোশন (Hritik Roshan), ইমরান হাশমির (Imran Hashmi) মতো তারকা। বাংলা ছবিতেও প্রচুর হিট গান রয়েছে প্রয়াত গায়কের। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে তাঁর গান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunodoy Banerjee) রাতারাতি পরিচিতি এনে দিয়েছিল। এছাড়া ‘রংবাজ’, ‘খিলাড়ি’, ‘খোকা ৪২০’, ‘পাগ্লু’, ‘মন মানে না’সহ দেবের (Dev) একাধিক হিট গান রয়েছে জুবিনের কণ্ঠে। শুক্রবার তাঁর মর্মান্তিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই জিৎ গাঙ্গুলি (Jit Ganguly) , পাপন (Papon), দেব (Dev), প্রীতম (Pritam), রাহুল (Rahul) সহ অনেকেই।





