Header AD

যাদবপুরের ছাত্রীর রহস্যমৃত্যু! খুনের মামলা দায়ের পরিবারের, স্বতঃপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় এবার খুনের মামলা দায়ের করল তাঁর পরিবার। সোমবার মৃতার বাবা যাদবপুর থানায় মেয়ের মৃত্যু নিয়ে অভিযোগ দায়ের করেন। সূত্রের খবর, সোমবার সকালে অনামিকার বাবা লালবাজারে যান। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।  এরপরেই যাদবপুর থানায় গিয়ে অজ্ঞাত পরিচিয় ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন তিনি ।

পাশাপাশি এই ঘটনায় তৎপর জাতীয় মহিলা কমিশনও। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে তারা। চেয়ারপার্সন বিজয়া রোহতকর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলকাতার পুলিশ কমিশনারকে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। ছাত্রীমৃত্যুর ফরেন্সিক পরীক্ষা ও ময়নাতদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। মৃতার পরিবারের কাছে নিয়মিত আপডেট পৌঁছে দিতে হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের অদূরে একটি পুকুর থেকে অনামিকার দেহ উদ্ধার হয়। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে ক্রমশ রহস্য দানা বাঁধছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে পুলিশ জানতে পেরেছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দা ওই ছাত্রীর। তবে প্রশ্ন উঠছে, অনামিকা কি অসাবধানতাবশত জলে পড়ে গিয়েছিলেন না কি কেউ  তাঁকে পুকুরে ঠেলে ফেলে দিয়েছিলেন ? তবে আত্মহত্যার তত্ত্বও উড়িয়ে দেওয়া হচ্ছে না। যদিও পরিবার সেই তথ্য মানতে নারাজ। তাঁদের অভিযোগের ভিত্তিতে রুজু হয়েছে মামলা। তবে কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে, তা এখনও জানা যায়নি।